ঢাকা , বুধবার, ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নরসিংদী সিটি হাসপাতালে ১৮ ইঞ্চি ‘মব’ কাপড় পেটে রেখেই সেলাই, সংকটাপন্ন প্রসূতি Logo দৌলতপুরে থানার সামনে স্বর্ণের দোকানে দূর্ধর্ষ চুরি Logo শ্রেণিকক্ষে পানিঃ দৌলতপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা Logo সারাদেশে এনসিপির সাড়া দেখে বলা হচ্ছে নিবন্ধনের কাগজে ঝামেলা আছেঃ -হান্নান মাসউদ Logo মাদারিপুরে দু’টি বাস-পিকআপের ত্রিমুখী সংঘর্ষে আহত ৬ Logo প্রয়াত বিচারক মহম্মদ নুরুল হোদা মোল্লার মৃত্যুবার্ষিকীতে দোয়ার মজলিস Logo ইবি ছাত্রীকে মারধরের অভিযোগ বিক্ষোভ Logo গোমস্তাপুরে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে এক ব্যক্তির মৃত্যু Logo চরভদ্রাসনে টানা বৃষ্টিতে কর্মহীন ভ্যান-রিকশাচালকদের মাঝে ত্রাণ বিতরণ Logo বাগাতিপাড়ায় লোকালয়ে দেখা মিললো বিরল কালো মুখ হনুমানের
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ভেড়ামারায় মেয়ে হত্যার অভিযোগে মায়ের মামলায় বাবা গ্রেপ্তার

-গ্রেপ্তারকৃত বাবা আমির হোসেন (৬০)।

ইস্রাফিল হােসেন ইমনঃ

কুষ্টিয়ার ভেড়ামারায় বাবার বিরুদ্ধে মেয়েকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মা বাদী হয়ে থানায় হত্যা মামলা করলে পুলিশ বাবাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।

 

গত শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এই হত্যার ঘটনা ঘটে। নিহত আইনুন নাহার আনিতা (২৬) একই গ্রামের আমির হোসেনের মেয়ে। তাঁর আড়াই বছরের এক কন্যাসন্তান রয়েছে। অভিযুক্ত বাবা আমির হোসেন (৬০) আদালতে মেয়েকে হত্যার দায় স্বীকার করেছেন বলে জানা গেছে।

 

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল রব তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, চার বছর আগে একই উপজেলার ভেড়ামারা গোলাপনগরের বাসিন্দা মহিনের সঙ্গে আনিতার পারিবারিকভাবে বিয়ে হয়। তিন মাস আগে দাম্পত্য কলহের জেরে তিনি বাবার বাড়িতে চলে আসেন। এরপর স্বামীর সঙ্গে বনিবনা হলে আনিতা আবারও একসঙ্গে সংসার করার সিদ্ধান্ত নেন।

 

কিন্তু বাবা আমীর হোসেন এতে বাধা হয়ে দাঁড়ান। গত শনিবার সন্ধ্যার পর বাড়ি ফাঁকা পেয়ে রাগের বশে মেয়ের ব্যবহৃত ওড়না গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন বাবা আমীর হোসেন। ঘটনার পরের দিন মা তাসলিমা খাতুন বাদী হয়ে স্বামী আমির হোসেনকে আসামি করে ভেড়ামারা থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় গতকাল সোমবার ভোররাতে পুলিশ আমির হোসেনকে গ্রেপ্তার করে।

 

মামলার বাদী মা তাসলিমা খাতুন বলেন, মেয়েকে বাড়িতে রেখে তার আড়াই বছরের কন্যাকে নিয়ে বাড়ির বাইরে গিয়েছিলাম। সন্ধ্যায় বাড়িতে ফিরে আনিতাকে ডাকতে থাকি। কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে গিয়ে দেখি, গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় আমার মেয়ে বিছানার ওপর পড়ে আছে। ওই সময় আমার স্বামী স্বীকার করে যে সেই মেয়েকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে।

 

ওসি আবদুল রব বলেন, নিহত ব্যক্তির মা নিজে বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। অসামি আমীর হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নরসিংদী সিটি হাসপাতালে ১৮ ইঞ্চি ‘মব’ কাপড় পেটে রেখেই সেলাই, সংকটাপন্ন প্রসূতি

error: Content is protected !!

ভেড়ামারায় মেয়ে হত্যার অভিযোগে মায়ের মামলায় বাবা গ্রেপ্তার

আপডেট টাইম : ৯ ঘন্টা আগে
ইস্রাফিল হোসেন ইমন, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি :

ইস্রাফিল হােসেন ইমনঃ

কুষ্টিয়ার ভেড়ামারায় বাবার বিরুদ্ধে মেয়েকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মা বাদী হয়ে থানায় হত্যা মামলা করলে পুলিশ বাবাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।

 

গত শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এই হত্যার ঘটনা ঘটে। নিহত আইনুন নাহার আনিতা (২৬) একই গ্রামের আমির হোসেনের মেয়ে। তাঁর আড়াই বছরের এক কন্যাসন্তান রয়েছে। অভিযুক্ত বাবা আমির হোসেন (৬০) আদালতে মেয়েকে হত্যার দায় স্বীকার করেছেন বলে জানা গেছে।

 

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল রব তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, চার বছর আগে একই উপজেলার ভেড়ামারা গোলাপনগরের বাসিন্দা মহিনের সঙ্গে আনিতার পারিবারিকভাবে বিয়ে হয়। তিন মাস আগে দাম্পত্য কলহের জেরে তিনি বাবার বাড়িতে চলে আসেন। এরপর স্বামীর সঙ্গে বনিবনা হলে আনিতা আবারও একসঙ্গে সংসার করার সিদ্ধান্ত নেন।

 

কিন্তু বাবা আমীর হোসেন এতে বাধা হয়ে দাঁড়ান। গত শনিবার সন্ধ্যার পর বাড়ি ফাঁকা পেয়ে রাগের বশে মেয়ের ব্যবহৃত ওড়না গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন বাবা আমীর হোসেন। ঘটনার পরের দিন মা তাসলিমা খাতুন বাদী হয়ে স্বামী আমির হোসেনকে আসামি করে ভেড়ামারা থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় গতকাল সোমবার ভোররাতে পুলিশ আমির হোসেনকে গ্রেপ্তার করে।

 

মামলার বাদী মা তাসলিমা খাতুন বলেন, মেয়েকে বাড়িতে রেখে তার আড়াই বছরের কন্যাকে নিয়ে বাড়ির বাইরে গিয়েছিলাম। সন্ধ্যায় বাড়িতে ফিরে আনিতাকে ডাকতে থাকি। কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে গিয়ে দেখি, গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় আমার মেয়ে বিছানার ওপর পড়ে আছে। ওই সময় আমার স্বামী স্বীকার করে যে সেই মেয়েকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে।

 

ওসি আবদুল রব বলেন, নিহত ব্যক্তির মা নিজে বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। অসামি আমীর হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।


প্রিন্ট