ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে মাগুরা সদর ও শ্রীপুর উপজেলার ভোট গ্রহণের জন্য কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠাতে শুরু করেছে নির্বাচন কমিশন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনী সরঞ্জামগুলো কেন্দ্রে নিয়ে যাচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্য ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্তরা।
মঙ্গলবার (৭ মে) দুপুরে মাগুরার দুইটি উপজেলার ১৭৭ টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য ব্যালট বক্সসহ নির্বাচনের অন্যান্য সরঞ্জাম প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে বুঝিয়ে দেয়া হয়। এসময় একটি কেন্দ্রের জন্য একজন প্রিজাইডিং অফিসার, ৪জন সহকারী প্রিজাইডিং অফিসার, ১২ জন আনসার ও ৪ জন পুলিশ সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে।
দুইটি উপজেলার ১৭৭ টি ভোট কেন্দ্রে ৮ মে ভোটের দিন সকালে ব্যালট পৌছে দেওয়া হবে। মাগুরার ২ টি উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৭৩ হাজার ১৫৮ জন।
প্রিন্ট