পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা থানা পুলিশের উদ্যোগে গ্রাম পুলিশদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে থানা চত্তরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গ্রাম পুলিশদের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম।
এ সময় আলফাডাঙ্গা উপজেলার কর্মরত ৬০ জন গ্রাম পুলিশের হাতে এক কেজি সয়াবিন তেল, এক কেজি পোলার চাল, দুই প্যাকেট সেমাই, চিনি, লবণ, আলু পেঁয়াজ, ডাল ও গরম মসলা তুলে দেওয়া হয়।
- আরও পড়ুনঃ তানোরে ১৪৪ ধারা ভঙ্গ করে জমি জবর দখল
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মিজানুর রহমান, আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা, বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ও আলফাডাঙ্গা থানার ওসি (তদন্ত) শামীনুল হক উপস্থিত ছিলেন।
প্রিন্ট