রাজশাহীর বাঘায় সুবিধা ভোগীদের সহায়তা প্রদান ও পল্লী সঞ্চয় ব্যাংকের সদস্যদের সাথে উঠান বৈঠকসহ শাহী মসজিদের অজুখানার সামনে বকুল ফুলের চারা রোপন, বাঘা পৌরসভা, বাজুবাঘা ইউনিয়ন পরিষদ এবং উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবীর।
বুধবার( ২৭ মার্চ) সাড়ে ৩ টায় বাঘা উপজেলা পরিষদ হলরুলে বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পের, ৩০০’শ জন সুবিধাভোগীদের মাঝে ১০ কেজি করে চাল, নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ জনপ্রতি ৫ হাজার টাকা করে ১০ জনকে ৫০ হাজার টাকা, ২জন জেলেকে ২টি গরু, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৩ জনকে ৬ বান্ডিল টিন ও নগদ টাকা ১৮ হাজার, বিশেষ চাহিদা সম্পন্ন ১জনকে ১টি ট্রাইসাইকেল, ক্যান্সার আক্রান্ত ২ জনকে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা, উপজেলা বিআরডিবি কার্যালয় থেকে ১৮ জনকে ৪ লাখ ৮৯ হাজার টাকা ঋণ, ৩৮ জন পাটচাষীকে বীজ ও সার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবীর। বাঘা উপজেলা প্রশাসন এর আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম। উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী, নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা, উপজেলা কমিশনার (ভূমি) জুয়েল আহম্মেদ, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব আফিফান নজমু, বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলামসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাগণ। পরে উপজেলা ভূমি অফিস ও বাঘা পৌরসভা পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার।
- আরও পড়ুনঃ দৌলতদিয়া যৌনপল্লীর গবেষনা প্রতিবেদন প্রকাশ, নারী-শিশুদের যৌনপেশায় আসার প্রধান কারন দারিদ্রতা
এর আগে দুপুর সোয়া ১টায় উপজেলার বাজুবাঘা ইউনিয়ন পরিষদ ও পল্লী সঞ্চয় ব্যাংকের আয়োজনে বাজুবাঘা ইউনিয়নে ক্ষুদিছয়ঘটি গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের নিয়ে উঠান বৈঠক শেষে শাহী মসজিদের অজুখানার সামনে বকুল ফুলের চারা রোপন করেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবীর। ক্ষুদিছয়ঘটি গ্রাম উন্নয়ন সমিতির উঠান বৈঠকে বক্তব্য রাখেন, চেয়ারম্যান ফিরোজ আহমেদ রনজু, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মনিরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান, সুফিয়া বেগম, মমতাজ বেগম, ফুলু বেগম, রতন হোসেন।
প্রিন্ট