জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে রাজবাড়ী জেলার কর্মরত সাংবাদিকদের সম্মানে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে রাজবাড়ী পৌর কমিউনিটি সেন্টারে রাজবাড়ী প্রেসক্লাবের ব্যবস্থাপনায় আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী পৌরসভার মেয়র মো: আলমগীর শেখ তিতু, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম রফিক উদ্দীন, আবু মুসা বিশ্বাস, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোহাম্মদ জহুরুল হক, সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, জেলা আওয়ামী লীগের সদস্য অরুপ দত্ত হলি রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হেলাল মাহমুদ, সাধারণ সম্পাদক মো: শিহাবুর রহমান শিহাবসহ জেলার ইলেট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
পরে কেক কেটে দোয়া পরিচালনা করেন, জেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা ইলিয়াস আলী।
প্রিন্ট