ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজাপুরে ৫৩ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা, অজ্ঞাত ১৫০ Logo ঠাকুরগাঁওয়ে তিন নারী ও এক পুরুষকে আটক Logo ফরিদপুরে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo পটিয়ায় গরু চুরি বৃদ্ধিতে আতঙ্ক, টহল পুলিশের কার্যক্রম জোরদারের দাবি Logo দৌলতপুরে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাছ ব্যবসায়ী নিহত Logo বর্তমান সরকার ব্যর্থ হলে ছাত্র জনতার বিপ্লব ব্যর্থ হয়ে যাবেঃ -মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু Logo লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে ৭ই ডিসেম্বর কর্মশালা সফল করার লক্ষ্যে ফরিদপুর বিভাগীয় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত Logo তানোরে সার পচার, বিতরণে অনিয়ম, হট্টগোল ও মারপিট Logo ঝালকাঠির কাঠালিয়ায় কওমী মাদরাসা ঐক্য পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

নাগেশ্বরীর মোকরাম বিরল রোগে আক্রান্ত, চিকিৎসায় সর্বশান্ত পরিবার, বাঁচার আকুতি

কুড়িগ্রামের নাগেশ্বরীর উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের সবুজপাড়া গ্রামের ২৩ বছর বয়সী  মোকরাম মিয়া(২৩)  বিরল এক রোগে আক্রান্ত।
মোকরামের বয়স ২৩ হলেও দেখতে ষাটোর্ধ বৃদ্ধের মতো, সুচিকিৎসার অভাবে দীর্ঘদিন থেকে যন্ত্রণাভোগ করে আসছেন অসহায় পরিবারের আলোর  প্রদীপ মোকরাম। ঢাকার দীর্ঘদিন যাবত থেকে চিকিৎসা করলেও মেলেনি সুফল বড় বড় ডাক্তার কে দেখিয়েও মেলেনি সুচিকিৎসা।
এদিকে মোকরামের চিকিৎসার পিছনেই  অসহায় পরিবারটি সর্বশান্ত হয়ে গেছেন। চিকিৎসার জন্য জমিজমা বিক্রি করে মোকরামের  চিকিৎসার পিছনে খরচ করলেও সুস্থ না হওয়ায় হতাশায় রয়েছেন পরিবারটি। অর্থের অভাবে বাদ দিয়েছেন  চিকিৎসা করা।
এলাকাবাসী ও পরিবারসূত্রে  জানা যায়  তার ৬ বৎসর থেকেই আসতে আসতে লিপোড প্রোটিনোসিস এই রোগে আক্রান্ত হন ঢাকায় অনেক চিকিৎসার পরেও সুস্থ হয়ে উঠেনি, এদিকে তার চিকিৎসার পিছনেই জমিজমা বিক্রি করে সর্বশান্ত হয়ে গেছে অসহায় পরিবারটি। এলাকাবাসী ও পরিবারটির দাবি  সরকার থেকে উন্নত  চিকিৎসার সুযোগ করে দিলে  সুন্দর জিবন ফিরে পাবে মোকরাম মিয়া।
মোকরামের বাবা জানান  আমার ছেলে মোকরাম  ছোট্ট থেকেই এরোগে আক্রান্ত হন অনেক চিকিৎসা করেও সুস্থ করতে পারিনি, আমার ছেলে অনেক মেধাবী  লেখাপড়ার খুবই ইচ্ছে কিন্তু  তার শরীরের এমন করুণ অবস্থা দেখে যেতে পারে না স্কুলে। সরকারের কাছে আমার দাবি  আমার ছেলের  উন্নত চিকিৎসার ব্যবস্থা করে জেনো দেয়।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে ৫৩ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা, অজ্ঞাত ১৫০

error: Content is protected !!

নাগেশ্বরীর মোকরাম বিরল রোগে আক্রান্ত, চিকিৎসায় সর্বশান্ত পরিবার, বাঁচার আকুতি

আপডেট টাইম : ০২:১৯ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
জেলাল আহম্মদ রানা, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের নাগেশ্বরীর উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের সবুজপাড়া গ্রামের ২৩ বছর বয়সী  মোকরাম মিয়া(২৩)  বিরল এক রোগে আক্রান্ত।
মোকরামের বয়স ২৩ হলেও দেখতে ষাটোর্ধ বৃদ্ধের মতো, সুচিকিৎসার অভাবে দীর্ঘদিন থেকে যন্ত্রণাভোগ করে আসছেন অসহায় পরিবারের আলোর  প্রদীপ মোকরাম। ঢাকার দীর্ঘদিন যাবত থেকে চিকিৎসা করলেও মেলেনি সুফল বড় বড় ডাক্তার কে দেখিয়েও মেলেনি সুচিকিৎসা।
এদিকে মোকরামের চিকিৎসার পিছনেই  অসহায় পরিবারটি সর্বশান্ত হয়ে গেছেন। চিকিৎসার জন্য জমিজমা বিক্রি করে মোকরামের  চিকিৎসার পিছনে খরচ করলেও সুস্থ না হওয়ায় হতাশায় রয়েছেন পরিবারটি। অর্থের অভাবে বাদ দিয়েছেন  চিকিৎসা করা।
এলাকাবাসী ও পরিবারসূত্রে  জানা যায়  তার ৬ বৎসর থেকেই আসতে আসতে লিপোড প্রোটিনোসিস এই রোগে আক্রান্ত হন ঢাকায় অনেক চিকিৎসার পরেও সুস্থ হয়ে উঠেনি, এদিকে তার চিকিৎসার পিছনেই জমিজমা বিক্রি করে সর্বশান্ত হয়ে গেছে অসহায় পরিবারটি। এলাকাবাসী ও পরিবারটির দাবি  সরকার থেকে উন্নত  চিকিৎসার সুযোগ করে দিলে  সুন্দর জিবন ফিরে পাবে মোকরাম মিয়া।
মোকরামের বাবা জানান  আমার ছেলে মোকরাম  ছোট্ট থেকেই এরোগে আক্রান্ত হন অনেক চিকিৎসা করেও সুস্থ করতে পারিনি, আমার ছেলে অনেক মেধাবী  লেখাপড়ার খুবই ইচ্ছে কিন্তু  তার শরীরের এমন করুণ অবস্থা দেখে যেতে পারে না স্কুলে। সরকারের কাছে আমার দাবি  আমার ছেলের  উন্নত চিকিৎসার ব্যবস্থা করে জেনো দেয়।

প্রিন্ট