দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে শনিবার যশোর জেলা বিএনপি’র গণসংযোগ ও প্রচারপত্র বিলি’র কেন্দ্রীয় কর্মসূচিতে দলটির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘ডামি নির্বাচনের সরকার জনগণের সাথে জুলুম করছে। আজকে তারা দফায় দফায় তেল, গ্যাস, পানি, বিদ্যূৎসহ সকল নিত্য পণ্যের দাম বৃদ্ধির মাধ্যমে জনগণকে সীমাহীন কষ্টের মধ্যে রেখেছে। আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে যখন সরকারিভাবে সকল নিত্য পণ্যের দাম কমানো হয়, তখন একমাত্র তার ব্যতিক্রম বাংলাদেশ। যে দেশের রমজান মাসকে কেন্দ্র করে সকল পণ্যের দাম বাড়ানো হয়।
নিত্য প্রয়োজনীয় পণ্যের অব্যাহত মূল্যবৃদ্ধির ফলে, একটু কম দামে চাল, ডাল, তেল, লবণ পাওয়ার জন্য টিসিবি’র ট্রাকের পিছনে দরিদ্র মানুষের সাথে নিম্ন মধ্যবিত্ত এমনকি মধ্যবিত্ত মানুষের লাইন দীর্ঘায়িত হচ্ছে।’ অনিন্দ্য ইসলাম অমিতকে সাথে নিয়ে দলটির নেতৃবৃন্দ শহরের দড়াটানা মোড় থেকে এ কর্মসূচি শুরু করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম- আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পদাক মনিরুজ্জামান মাসুম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোর ইউনিটের সাধারণ সম্পাদক আমিনুর রহমান, জেলা কৃষক দলের সদস্য সচিব শিকদার সালাউদ্দিন, সিনিয়র যুগ্ম- আহ্বায়ক হাবিবুল ইসলাম কচি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।
কর্মসূচিতে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘জনগণকে অভুক্ত রেখে সরকার প্রতিনিয়ত তথাকথিত উন্নয়নের গল্প শোনাচ্ছে। তাদের তথাকথিত উন্নয়ন নিরন্ন, নিরাশ্রয়, অসহায় মানুষের কাছে অর্থহীন। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা জনগণের কষ্টার্জিত অর্থ লুটপাট করে বিদেশের পাচার করে সেকেন্ড হোম বানাচ্ছে। অন্যদিকে সরকারের মদদপুষ্ট অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে জিনিপত্রের দাম বাড়িয়ে জনগণকে কষ্টের মধ্যে ফেলে দিচ্ছে। অর্ধাহারে, অনাহারে থাকা মানুষ আজ ঋণ করে এমনকি শেষ সম্বলটুকু বিক্রি করে বেঁচে থাকার চেষ্টা করছে।’
তিনি আরো বলেন, ‘শিক্ষা, যাতায়াত, বাড়ি ভাড়া এমনকি ঔষধপত্রের দামও বেড়েছে কয়েক গুণ। দেশে ক্রমশ বাড়ছে বেকার, অর্ধবেকার, ভূমিহীন ও আশ্রয়হীন মানুষের সংখ্যা। ভাত ও ভোটের দাবী করলেই তাদের গুম, খুন, গায়েবী মামলা ও নির্যাতনের শিকার হতে হচ্ছে। স্বাধীন দেশের জনগণ আজ জীবন, জীবিকা ও মানবাধিকারহীন। শ্বাসরুদ্ধকর এই অবস্থা থেকে মুক্তি চায় তারা।’ জনগণের মুক্তি কিংবা দেশের স্বার্থ রক্ষায় অনির্বাচিত সরকারকে হটানোর আন্দোলনে দেশবাসীকে আরও ঐক্যবদ্ধ ও সচেতন হয়ে দুর্বার গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
প্রিন্ট