রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুরে আন্তঃ নগড় এক্সপ্রেস ট্রেন স্টপেজ এর উদ্বোধন করা হয়েছে।
রাজবাড়ী- ২ আসনের এমপি পাংশা বালিয়াকান্দি কালুখালী উন্নয়নের রুপকার মাননীয় রেল পথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো: জিল্লুল হাকিমের প্রতিশ্রুতির পূরনের লক্ষে গোপালগঞ্জ হতে রাজশাহী ছেড়ে যাওয়া আন্তনগর এক্সপ্রেস ট্রেন টি নিয়মিত ভাবে বালিয়াকান্দি উপজেলার জামালপুর নলিয়া গ্রাম রেল স্টেশনে গতকাল বৃহস্পতিবার সকালে দাড়ানোর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
এতে জামালপুর বাসী সহ অন্যান্য অঞ্চলের মানুষ আনন্দের জোয়ারে ভাসঁছে ।
উদ্বোধন আনুষ্ঠানে জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম ফরিদ হোসেন বাবুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পাকশী রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো: আনোয়ার হোসেন, পাকশী রেলওয়ের সহ-কারী প্রকৌশলী মোহাম্মদ ফারহান মাহমুদ, বিদ্যুত কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, বহরপুর ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম, উপজেলা যুবলীগের আহবায়ক রাসেল খান রিজু , জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবর বিশ্বাস, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামিম মিয়া মোড়ল, আনুষ্ঠান উপস্থাপনা করেন সবুর খান দুলু।
এ সময় বিভিন্ন এলাকার গন্যমান্য সূধীজন ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
প্রিন্ট