রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ গত ১০ ফেব্রæয়ারী রাতে পাংশা রেলওয়ে স্টেশনের পূর্বদিকে নারায়নপুর গ্রামীণ টাওয়ারের পাশে অভিযান চালিয়ে ৫২পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জয়নাল মন্ডল (৪০) ও চন্দন কুমার দাস (৩৭) নামের ২জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। ধৃত জয়নাল মন্ডল নারায়নপুর নিকেড়ী পাড়া গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। এছাড়া চন্দন কুমার দাস নারায়নপুর বৈরাগী পাড়ার অজিত কুমার দাসের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদারের সার্বিক তত্ত¡াবধানে এএসআই সুমন চন্দ্র দাস সঙ্গীয় পুলিশ অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে ৫২পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করে।
এ ব্যাপারে এএসআই সুমন চন্দ্র দাস বাদী হয়ে জয়নাল মন্ডল ও চন্দন কুমার দাসের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেছেন।
পাংশা মডেল থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, মাদক ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
প্রিন্ট