রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামে মেজবাউল আলমের পৈতিক বাড়ীতে বৃহস্পতিবার দুপুরে
রোটারী ক্লাব এর “কিটস প্রোগ্রাম ” এর আওতায় রোটারী ক্লাব অব ফরিদপুর নিউ টাউন এর পৃষ্ঠপোষকতায় ফরিদপুর স্টেডিয়ামে ৩৮০ জন অসহায়,দুস্থ বালক বালিকা দের মধ্যে নিত্য ব্যবহার যোগ্য নানাবিধ পন্য সামগ্রী সম্বলিত একটি কিট বিতরনের অংশ হিসেবে পাইককান্দি গ্রামের অসহায়, দুস্থ ১৯ জন বালক বালিকাদের মধ্যে কিট(নিত্য ব্যাবহারযোগ্য পণ্য) বিতরন করাহয়।
এ সময় মোঃ কামরুল আলম সিকদার, গোলাম মোস্তফা সিকদারসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। গোলাম মোস্তফা সিকদার বলেন এই প্রোগ্রামের আওতায় পূর্বে আমাদের গ্রামে বিভিন্ন সহায়তা প্রদান করেছে।
ঐ ক্লাবের সদস্য পাইককান্দি নিবাসী জনাব মেসবাহ উল আলমের প্রত্যক্ষ সহায়তায় অত্র গ্রামের ১৯ জন বালক বালিকা এই অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা লাভ করে।
প্রিন্ট