বিদায় অনুষ্ঠানের মধ্য দিয়ে এবছরে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশগ্রহনকারি শিক্ষার্থীদের ৫বছরের শিক্ষা কার্যক্রমের সমাপ্তি ঘটেছে।
বৃহসপতিবার(২৫-০১-২০২৪) আনন্দঘন পরিবেশে উপজেলার কালিদাশখালি উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠিত পরীক্ষায় সফলতা অর্জনে বিদায়ী শিক্ষার্থীদের দিক নির্দেশনা দিয়ে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথীরা।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বাঘা পৌর মেয়র আক্কাছ আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক এ্যাড.লায়েব উদ্দীন লাভলু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়টির অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল ওয়াদুদ, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ প্রামানিক, বাঘা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা, সহকারি প্রধান শিক্ষক মশিউর হমান, সহকারি শিক্ষক এ এইচ জামান, বিদায় ছাত্রী সুমি খাতুন, সুরমি খাতুন,অষ্টম শ্রেণীর ছাত্র মাহামুদুজ্জামান, সপ্তম শ্রেণীর ছাত্রী তানিয়া খাতুন ও মুনাবীর সাহা।
- আরও পড়ুনঃ ২৬ টি অবৈধ ইটভাটায় কাঠ পোড়ানো হচ্ছে
উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস সরকার, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সামসুল ইসলামসহ শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীরা। প্রধান শিক্ষক জানান এবারের এসএসসি পরীক্ষায় তার বিদ্যালয় থেকে ৯২ জন পরীক্ষার্থী অংশ নিবেন।
প্রিন্ট