ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

কুষ্টিয়ায় ছুরিকাঘাতে স্কুল ছাত্রকে হত্যা, যুবকের ১০ বছর সাজা

কুষ্টিয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে এক স্কুল ছাত্রকে হত্যা মামলায় এক যুবককে ১০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।

 

বুধবার কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) কাজী সাইফুদ্দিন বাপ্পী জানান।

 

দণ্ড পাওয়া ইমন ওরফে ঝুনু (২৪) সদর উপজেলার জগতি গবরপাড়া গ্রামের বাসিন্দা সাহাদত হোসেনের ছেলে। নিহত এস এম ইমরান নাজির (১৬) একই এলাকার হিটু সেখের ছেলে।

 

মামলার বরাতে এপিপি বলেন, জগতি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের প্রায় উত্ত্যক্ত করত স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ ঘটনার প্রতিবাদ এবং বিষয়টি স্কুল শিক্ষকদের বলে দেয় ইমরান।

 

এ ঘটনার জেরে ২০১৫ সালের ২ মার্চ বিকালে ইমনের নেতৃত্বে বেশ কয়েকজন কিশোর দেশি অস্ত্র নিয়ে ইমরানকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

 

ঘটনার পরদিন ইমরানের বাবা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় ইমনসহ ছয়জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও তিন থেকে চারজনকে আসামিকে হত্যা মামলা করেন বলে জানান এপিপি।

 

তদন্ত শেষে ২০১৬ সালের ১৪ জানুয়ারি তৎকালীন থানার এসআই মো. ওবাইদুর রহমান ছয়জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

 

আসামিরা কিশোর হওয়ায় তাদের বিচার কার্যক্রম শিশু আদালতে সম্পন্ন হয়েছে। সাক্ষ্যগ্রহণ শেষে এক আসামিকে ১০ বছর সাজার পাশাপাশি জরিমানা করা হয় বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।

 

 

এ ছাড়া অন্য পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছে আদালত।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

কুষ্টিয়ায় ছুরিকাঘাতে স্কুল ছাত্রকে হত্যা, যুবকের ১০ বছর সাজা

আপডেট টাইম : ১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :

কুষ্টিয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে এক স্কুল ছাত্রকে হত্যা মামলায় এক যুবককে ১০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।

 

বুধবার কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) কাজী সাইফুদ্দিন বাপ্পী জানান।

 

দণ্ড পাওয়া ইমন ওরফে ঝুনু (২৪) সদর উপজেলার জগতি গবরপাড়া গ্রামের বাসিন্দা সাহাদত হোসেনের ছেলে। নিহত এস এম ইমরান নাজির (১৬) একই এলাকার হিটু সেখের ছেলে।

 

মামলার বরাতে এপিপি বলেন, জগতি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের প্রায় উত্ত্যক্ত করত স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ ঘটনার প্রতিবাদ এবং বিষয়টি স্কুল শিক্ষকদের বলে দেয় ইমরান।

 

এ ঘটনার জেরে ২০১৫ সালের ২ মার্চ বিকালে ইমনের নেতৃত্বে বেশ কয়েকজন কিশোর দেশি অস্ত্র নিয়ে ইমরানকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

 

ঘটনার পরদিন ইমরানের বাবা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় ইমনসহ ছয়জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও তিন থেকে চারজনকে আসামিকে হত্যা মামলা করেন বলে জানান এপিপি।

 

তদন্ত শেষে ২০১৬ সালের ১৪ জানুয়ারি তৎকালীন থানার এসআই মো. ওবাইদুর রহমান ছয়জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

 

আসামিরা কিশোর হওয়ায় তাদের বিচার কার্যক্রম শিশু আদালতে সম্পন্ন হয়েছে। সাক্ষ্যগ্রহণ শেষে এক আসামিকে ১০ বছর সাজার পাশাপাশি জরিমানা করা হয় বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।

 

 

এ ছাড়া অন্য পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছে আদালত।


প্রিন্ট