ফরিদপুরের সদরপুরে দ্যা ডেইলি সান পত্রিকার উপজেলা প্রতিনিধি ও সদরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাঈদুর রহমান লাবলুকে লাঞ্ছিত করার প্রতিবাদে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি নির্ঝর রিফাত শিশির খানকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় সদরপুর প্রেসক্লাবের সভাকক্ষে প্রতিবাদ সভায় উপজেলা কর্মরত সাংবাদিকদের সম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয় ।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযুক্ত শিশির খানকে সহযোগীতা ও অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর বিষয়ে চিঠি দিয়ে অনুরোধ জানানো হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সাথে তার (শিশিরের) সাথে তথ্য আদান-প্রদান, সহযোগীতাসহ চলাফেরা না করার জন্য সকল সাংবাদিকদের প্রতি আহ্বান জানানো হয়।
সদরপুর প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে সদরপুর প্রেসক্লাব ভবনে বিভিন্ন প্রেসক্লাবের সমন্বয়ে সভায় এ সিদ্ধান্ত গৃহীত হবার পর যৌথবিবৃতিটি প্রদান করা হয়। এ সময় অতীতে বিভিন্ন সময়ে বিভিন্ন বয়োজ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে শিশিরের ধারাবাহিক অসদাচরণ, বিভিন্ন দপ্তরে চাঁদাবাজি ও হয়রানি করার প্রতিক্রিয়ায় ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত সাংবাদিকরা। ইতোপূর্বে সদরপুর থানা পুলিশ উক্ত শিশির খানকে একাধিক বার মাদকসহ গ্রেফতার করেছে বলে জানা যায়।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত অফিস রুমে সিনিয়র সাংবাদিক সাঈদুর রহমান লাভলুকে লাঞ্ছিত করে শিশির। এ সময় প্রতিবাদ করায় দৈনিক আমার সংবাদ ও চ্যানেল এস এর উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন টিটুকে চেয়ার দিয়ে আঘাত করে গুরুতর আহত করে।
প্রিন্ট