নড়াইল-১ ও ২ এর কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। ৬ ডিসেম্বর শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে ব্যালট বাক্স, ব্যাগ ও গালা পাঠানোর কাজের উদ্বোধন করেন জেলা রিটানিং অফিসার জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী।
৬টি স্টল করে যার যার কেন্দ্রের দায়িত্ব প্রাপ্তদের কাছে বুঝিয়ে দেয়া হয়। এ সময় পুলিশ ও আসছার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা রিটানিং কর্মকর্তা অফিস সুত্রে জানা যায়, নড়াইল -১ আসনে মোট কেন্দ্র ১১০ টি ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪ শত ৩ জন। পুরুষ ভোটার ১ লাখ ৩৯ হাজার ১০ জন,মহিলা ভোটার ১ লাখ ৩৬ হাজার ৩৯৩ জন । অপরদিকে নড়াইল ২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৫ হাজার ৭২৯ জন, পুরুষ ভোটার ১ লাখ ৮১ হাজার ৯৯০ জন, মহিলা ভোটার ১ লাখ ৮৩হাজার ৭৩৬ জন ।
নড়াইল-১ সংসদীয় আসনে মোট ৬ জন, অপর দিকে নড়াইল-২ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
প্রিন্ট