ফরিদপুরের সদরপুরে ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া পাক দরবার শরীফে বার্ষিক ওরছ পাক-এ-শাহ চন্দ্রপুরী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ০৩ জানুয়ারী প্রতিষ্ঠাতা পীর তাপসকুল শিরোমনি, সুলতানুল আউলিয়া, জামানার মোজাদ্দেদ, হযরত মাওলানা শাহ্ সুফী ‘সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ’ চন্দ্রপুরী নকশবন্দী মোজাদ্দেদী (রহঃ) পীর কেবলাজানের বেছালত উপলক্ষে দরবার শরীফে আগত দেশ-বিদেশের অসংখ্য আশেক-জাকের-মুরিদান ও ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে যথাযথ ধর্মীয় সৌহার্দ্য, সম্প্রীতি ও ভাব-গামীর্যের মাধ্যমে ০৩ জানুয়ারী ২০২৪ ইং তারিখে উদযাপিত হয় ওরছ পাক-এ-শাহ চন্দ্রপুরী।
এই উপলক্ষে আগের দিন পবিত্র কোরআন মজিদ তেলাওয়াত, মিলাদুন্নবী, জিকির, আজকার ও শরীয়ত-তরীকত সম্পর্কিত ওয়াজ-মাহফিল অনুষ্ঠিত হয়। অতপরঃ ০৩ জানুয়ারি বাদ ফজর মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনায় দরবার শরীফের গদীনশীন পীর মোফাচ্ছেরে কোরআন হযরত মাওলানা শাহ্ সুফী সৈয়দ কামরুজ্জামান নকশবন্দী মোজাদ্দেদী, আল-ওয়সী পীর কেবলাজানের পরিচালনায় পবিত্র মোবারক জিয়ারত ও আখেরী মোনাজাত সম্পন্ন হয়।
ওরছ উপলক্ষে আগত জাকেরানদের থাকা খাওয়া চিকিৎসার সুবন্দোবস্ত ছিল। আইন শৃঙ্খলা রক্ষায় আনসার ও পুলিশ মোতায়েন রাখা ছিল। ওরছ শেষে জাকেরানগণ নিজ নিজ গন্তব্য ফিরে যান।
প্রিন্ট