ফরিদপুরের সদরপুর উপজেলায় স্বতন্ত্র প্রার্থীর (ঈগল প্রতিক) পক্ষে নির্বাচন করায় কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির ২ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার (১ জানুয়ারী) দলটির সিনিয়র যুগ্ন মহা সচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান তালুকদার ও সাধারণ সম্পাদক ইউসুফ ব্যাপারীকে প্রথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল সোমবার কৃষ্ণপুর ইউনিয়নের চরকৃষ্ণপুর গ্রামে ইউসুফ ব্যাপারীর বাড়িতে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র পার্থী ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের নির্বাচনী উঠান বৈঠকে দুই নেতার বক্তব্য দেয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
- আরও পড়ুনঃ ফরিদপুর-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হকের মতবিনিময় ও নির্বাচনী গনসংযোগ অনুষ্ঠিত
তাদের বক্তব্যে তারা বলেন, বিএনপি নির্বাচনে আসলে আমরা আর কারো নির্বাচন করতাম না। বিএনপি নির্বাচনে নেই তাই আমরা এলাকার উন্নয়নের স্বার্থে স্বতন্ত্র প্রর্থীকে সমর্থন দিলাম।
প্রিন্ট