বিএনপি’র অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরি করতে নাগরপুরে লিফলেট বিতরণ করেছে উপজেলা বিএনপি। লিফলেট বিতরণ কালে আসন্ন নির্বাচনকে ডামি নির্বাচন উল্লেখ করে ভোট বর্জনের আহ্বান জানান নেতাকর্মী বৃন্দরা।
একই সঙ্গে অসহযোগ আন্দোলন সফল করতে জনগণের প্রতি আহ্বান জানান তারা।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে নাগরপুর বাস স্ট্যান্ড এলাক ও ভাদ্রা ইউনিয়নের কোদালিয়া বনগ্রাম বাজার এলাকায় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি’র নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়।
- আরও পড়ুনঃ স্মার্ট দেশ গড়তে নৌকায় ভোট চাই
এতে আরো উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক কিবরিয়া মোল্লা, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক শাহজাহান সাজু, সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, উপজেলা ছাত্রদল সদস্য সচিব শহিদুর রহমান মনির সহ অন্যান্য নেতাকর্মী বৃন্দরা।
প্রিন্ট