কুষ্টিয়ার ভেড়ামারায় ২০২৩-২০২৪ অর্থ বছরের রবি মৌসুমে বোর ধানের হাইব্রিড ও উফশি জাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্য কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) সাড়ে ১১ টায় ভেড়ামারা উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা চত্বরে হাইব্রিড (১০০০) জন এবং উফশি জাত (৮৮০) জন হাইব্রিড মোট ১৮৮০জন উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এসব বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়।
বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা কৃষি অফিসার মাহমুদা সুলতানা। অতিরিক্ত কৃষি অফিসার শাহানাজ ফেরদৌসী। উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বনাথ পাল। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোছাঃ নাছিমা খাতুন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাসুদ। সিনিয়র সাংবাদিক ইসমাইল হোসেন বাবু প্রমূখ।
ভেড়ামারা উপজেলা কৃষি অফিসার মাহমুদা সুলতানা জানান, ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে বোর হাইব্রিড ও উফশি জাতের ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্য কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১৮৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। তার মধ্যে উফশী পাবে ১০০০ জন এবং হাইব্রিড পাবে ৮৮০ জন। মোট ১৮৮০ জন কৃষক । উফশীর ক্ষেত্রে ১ জন ৫ কেজি করে বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার পাবে। হাইব্রিড এর ক্ষেত্রে ১ জন ২ কেজি করে বীজ পাবে।
প্রিন্ট