“সবার জন্য স্বাধীনতা, সমতা ও ন্যায় বিচার” প্রতিপাদ্যে ফরিদপুরের সদরপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। রবিবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলা বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংস্থার উপজেলা শাখার সভাপতি সৈয়দ দেলোয়ার হোসেনের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংস্থার উপজেলা শাখা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সৈয়দ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সহ সভাপতি মোঃ রাজিব হোসাইনের সঞ্চালনায় মানবাধিকার সম্পর্কিত বিষয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন, আব্দুল ওহাব আকন, আব্দুল লতিব, মোঃ ইয়াকব আলী মোল্যা ও আজিজুল হক প্রমুখ।
প্রিন্ট