বুধবার (১৫ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার পর, অবরোধ বিরোধী শ্লোগান দিয়ে বাঘায় আনন্দ মিছিল করেছে উপজেলা আওয়ামীলীগের নেতা-কর্মীরা। দলীয়
কার্যালয়ে শান্তি সমাবেশ শেষে আনন্দ মিছিল করেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এর ভিডিও ছড়িয়ে দেওয়া হয়।
উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির জানান, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, মাসুদ রানা তিলু, পৌর আ’লীগ নেতা আবদুল কুদ্দুস, মামুন হোসেন, ইউনিয়ন আ’লীগ নেতা সামিউল ইসলাম নয়ন সরকার, বঙ্গবন্ধু সৈনিক লীগ নেতা আনোয়ার হোসেন মিল্টন, যুবলীগ নেতা শাহিনুর রহমান পিন্টু, সেচ্ছাসেবক লীগ নেতা ফকরুল হোসেন বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন ।
অপর দিকে তপশিল ঘোষণার পর বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান, রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ লায়েব উদ্দিন লাভলু নেতা কর্মীদের নিয়ে বাঘা বাজারে অবস্থান নেন। উপস্থিত ছিলেন- বাঘা পৌর আ’লীগের সাবেক সাধারন সম্পাদক কামাল হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মোকাদ্দেস,উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা মনিরুজ্জামান রবি, সানোয়ার হোসেন সুরুজ প্রমুখ ।
সানোয়ার হোসেন সুরুজ জানান,উপস্থিত নেতা কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
বুধবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের তপশিল ঘোষণা করেন।
প্রিন্ট