ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মধ্যে থেকে প্রায় এক লাখ টাকা চুরি হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ভিররে প্রবেষ করে প্রধান সহকারী আখতারুজ্জামানের রুমের তালা ভেঙে ৯০ টাকা নিয়ে গেছে চোরেরা। এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুল হাসান।
জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী আখতারুজ্জামানের রুমের পাশে জানালায় গ্রীল কেটে মুখোশ পরা চোরেরা ভিতরে প্রবেষ করে ভিতরে থাকা সিসি ক্যামেরা ঘুরিয়ে দিয়ে প্রধান সহকারীর রুমের তালা ভেঙে ভিতরে প্রবেষ করে রুমে থাকা ৯০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরদিন সকালে জালানা ভাঙা দেখে সন্দেহ হলে ভিতরে প্রবেষ করে দেখতে পান প্রধান সহকারীর রুমের তালা ভাঙা রুমের মধ্যে ড্রয়ারে থাকা ৯০ হাজার টাকা নেই।
আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুল হাসান জানান, সকালে জানালার গ্রীল ভাঙার সংবাদ সুনে ভিতরে প্রবেষ করে দেখতে পাই সহকারী আখতারুজ্জামানের রুমের তালা ভাঙা। আখতারুজ্জামানকে খবর দিলে তিনি এসে দেথতে পান ড্রয়ারে থাকা ৯০ হাজার টাকা নেই। চোরেরা মুখোশ পরে সিসি ক্যামেরা উল্টাদিকে ঘুরিয়েছে। যাহারা টাকা নিয়েছে অবশ্যই খুব পরিচিত লোক হবে। চোর সনাক্ত করার জন্য আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এদিকে একই রাতে আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান সহকারীর রুমের দরজার লোহার কড়া ভেঙে ভিতরে প্রবেষ করে কাগজপত্র তছনছ করেছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুল ইসলাম আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ওসি মোহম্মদ আবু তাহের জানান, দুটি ঘটনার জেরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর সন্দেহে একজনকে আটক করা হয়েছে। অপরাধীদের ধরতে পুলিশ তৎপর রয়েছে। আশা করছি খুব শিগ্রই চোর সনাক্ত হবে।
প্রিন্ট