কুষ্টিয়ার ভেড়ামারায় নকল ব্যান্ডরোল যুক্ত তৈরী আকিজ বিড়ি ও মিঠু বিড়ি সহ ৩ জন কে আটক করেছে ভেড়ামারা থানা পুলিশ। আটককৃত বিড়ির বাজার মূল্য আনুমানিক ৯৫ হাজার টাকা।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে ভেড়ামারা অফিসার ইনচার্জ জহুরুর ইসলামের নেতৃত্বে এসআই ( নিঃ) আশরাফুল আলম এস আই মহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের বারোদাগ গ্রামের ভেলকিরপুল নামক স্থানে অভিযান চালিয়ে সুজন ইসলাম( ৩৫) লালন সরদার (৩০) ও শাহিন আলী (৩৬) আটক করেন।
এই সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণের নকল ব্যান্ডরোল যুক্ত ৬৫ হাজার আজিজ বিড়ি ও নকল মিঠু বিড়ি আটক করেছে। যার বাজার মূল্য আনুমানিক ৯৫ হাজার টাকা বলে জানান পুলিশ। এদের বাড়ি ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ও বাহাদুরপুর ইউনিয়নে।
আসামীদের বিরুদ্ধে ভেড়ামারা থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-অ(ই)/ ২৫- উ ধারায় মামলা দায়ের হয়েছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জানান মাদকমুক্ত ভেড়ামারা গড়তে মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে তিনি সর্বস্তরের জনগনের সহযোগীতা কামনা করেছেন।
প্রিন্ট