কুষ্টিয়ার ভেড়ামারা কলেজ বাজার এলাকা থেকে অজ্ঞাত (৫৫)এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে ভেড়ামারা থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন জহুরুল ইসলাম (ওসি- ভেড়ামারা থানা)।
৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাঈমুল ইসলাম জানান, শুক্রবার (৩ নভেম্বর )জুম্মার নামাজ শেষে কলেজ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী সিরাজুল ইসলামের গোডাউনের পাশে মৃত আবদুর রশিদের দোকানের সামনে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মরদেহ দেখতে পাই এবং থানায় খবর দেয় হয়। পরে থানা পুলিশ এসে বৃদ্ধার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় ।
থানার ডিউটি অফিসার এসআই শফিক জানান, ওই বৃদ্ধের নাম-ঠিকানা পাওয়া যায়নি।
- আরও পড়ুনঃ বাঘায় জামায়াত-বিএনপি সহ গ্রেপ্তার -১০
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে বলেছেন, রেলস্টেশনের আশপাশে ভবঘুরের মতো থাকতেন ওই ব্যক্তি। মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই।লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্ত করার জন্য আগামীকাল শনিবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।
প্রিন্ট