ঢাকা , শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

পাংশায় সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসারের ইন্তেকাল

বীর মুক্তিযোদ্ধা মোকারম হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

রাজবাড়ী জেলার পাংশা পৌর কেন্দ্রীয় গোরস্থানে রবিবার (২২ অক্টোবর) দুপুরে পৌরসভাধীন সত্যজিৎপুর গ্রামের বাসিন্দা, বাংলাদেশ সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা মোকারম হোসেনের (৭৭) রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। শনিবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।

রবিবার দুপুর পৌনে ১২টার দিকে পাংশা সরকারি জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা মোকারম হোসেনের মৃত্যুজনিত গার্ড অব অনার অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর নেতৃত্বে গার্ড অব অনার পরিচালনা করেন পাংশা থানার এসআই সালাউদ্দীন। গার্ড অব অনার অনুষ্ঠানের আগে পাংশা উপজেলা প্রশাসন, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, কালুখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিরা বীর মুক্তিযোদ্ধা মোকারম হোসেনের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে।

পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, সেনা বাহিনীর ৫৫ ডিভিশনের সিনিয়র অফিসার ওয়াছি উল্লাহ, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চাঁদ আলী খান, কালুখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আকামত আলী বীর মুক্তিযোদ্ধা মোকারম হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে স্মৃতিচারণমূলক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

গার্ড অব অনার অনুষ্ঠানের কার্যক্রম শেষে পাংশা সরকারি জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা মোকারম হোসেনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন মাওলানা মো. আব্দুল কুদ্দুস মোল্লা। জানাজার নামাজে বিভিন্ন শ্রেণী পেশার বহু মানুষ অংশ গ্রহণ করে।

জানাজার নামাজ শেষে পাংশা পৌর কেন্দ্রীয় গোরস্থানে বীর মুক্তিযোদ্ধা মরহুম মোকারম হোসেনের দাফন সম্পন্ন হয়। দাফন শেষে বাংলাদেশ সেনা বাহিনীর ৫৫ ডিভিশনের সিনিয়র অফিসার ওয়াছি উল্লাহ’র নেতৃত্বে সেনা বাহিনীর একটিদল বীর মুক্তিযোদ্ধা মোকারম হোসেনের কবরে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, সামরিক মর্যাদায় সালাম প্রদানসহ আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনা করে।

 

 

বীর মুক্তিযোদ্ধা মোকারম হোসেন মৃত্যুকালে স্ত্রী, ৪ পুত্র ও ২ কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

error: Content is protected !!

পাংশায় সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসারের ইন্তেকাল

বীর মুক্তিযোদ্ধা মোকারম হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

আপডেট টাইম : ০২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
মোঃ মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি :

রাজবাড়ী জেলার পাংশা পৌর কেন্দ্রীয় গোরস্থানে রবিবার (২২ অক্টোবর) দুপুরে পৌরসভাধীন সত্যজিৎপুর গ্রামের বাসিন্দা, বাংলাদেশ সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা মোকারম হোসেনের (৭৭) রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। শনিবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।

রবিবার দুপুর পৌনে ১২টার দিকে পাংশা সরকারি জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা মোকারম হোসেনের মৃত্যুজনিত গার্ড অব অনার অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর নেতৃত্বে গার্ড অব অনার পরিচালনা করেন পাংশা থানার এসআই সালাউদ্দীন। গার্ড অব অনার অনুষ্ঠানের আগে পাংশা উপজেলা প্রশাসন, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, কালুখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিরা বীর মুক্তিযোদ্ধা মোকারম হোসেনের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে।

পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, সেনা বাহিনীর ৫৫ ডিভিশনের সিনিয়র অফিসার ওয়াছি উল্লাহ, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চাঁদ আলী খান, কালুখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আকামত আলী বীর মুক্তিযোদ্ধা মোকারম হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে স্মৃতিচারণমূলক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

গার্ড অব অনার অনুষ্ঠানের কার্যক্রম শেষে পাংশা সরকারি জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা মোকারম হোসেনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন মাওলানা মো. আব্দুল কুদ্দুস মোল্লা। জানাজার নামাজে বিভিন্ন শ্রেণী পেশার বহু মানুষ অংশ গ্রহণ করে।

জানাজার নামাজ শেষে পাংশা পৌর কেন্দ্রীয় গোরস্থানে বীর মুক্তিযোদ্ধা মরহুম মোকারম হোসেনের দাফন সম্পন্ন হয়। দাফন শেষে বাংলাদেশ সেনা বাহিনীর ৫৫ ডিভিশনের সিনিয়র অফিসার ওয়াছি উল্লাহ’র নেতৃত্বে সেনা বাহিনীর একটিদল বীর মুক্তিযোদ্ধা মোকারম হোসেনের কবরে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, সামরিক মর্যাদায় সালাম প্রদানসহ আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনা করে।

 

 

বীর মুক্তিযোদ্ধা মোকারম হোসেন মৃত্যুকালে স্ত্রী, ৪ পুত্র ও ২ কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।


প্রিন্ট