একজন উপজেলা কৃষি কর্মকর্তা তার নিজ কর্মগুন এবং দক্ষতায় নিজ কর্মের মধ্যদিয়ে বেঁচে থাকেন ঐ উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে। প্রান্তিক মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীক সংগঠন, সামাজিক সংগঠন, তরুণ উদ্যোক্তা রাজনৈতিক, প্রশাসনিক ও সাংবাদিক সব দিক দিয়ে তার স্মৃতি রয়ে যায় নিজ কর্মস্থলে। রেখে যান তার নতুন নতুন উদ্ভাবনী নতুন কিছু কর্মগুন। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সদ্য বিদায়ী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শায়খুল ইসলাম তার কর্মের মধ্য দিয়ে ভেড়ামারা উপজেলার সর্বস্তরের মানুষের মনে জায়গা করে নিয়েছেন ।
উপজেলার কৃষি বান্ধব কৃষি কর্মকর্তা শায়খুল ইসলাম বলেন, ভেড়ামারায় দায়িত্বকালীণ সময়ে বিশেষ করে স্থানীয় গণমাধ্যম কর্মীরা কৃষির উন্নয়নে আমাকে যে ভাবে সহযোগীতা করেছেন তা আমি সব সময় মনে রাখবো। এ অঞ্চল কৃষির জন্য উর্বর এলাকা। এখানকার কৃষকদের পাশে থেকে কৃষির উন্নয়নে আমি চেষ্টা করেছি। কৃষক সহ সবাই আমাকে সহযোগীতা করেছেন। ভেড়ামারার মানুষের কথা সব সময় আমি মনে রাখবো। দায়িত্ব পালন কালে কারো মনে কষ্ট দিয়ে থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
উল্লেখ্য, ০৩/০৬/২০১২ ইং তারিখে ৩০তম বি.সি.এসের মাধ্যমে কৃষি সম্প্রসারণ অফিসার হিসেবে কুষ্টিয়ার ভেড়ামারা কৃষি অফিসে যোগদান করে ২৮/০৬/২০১৬ ইং তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরে ২৯/০৬/২০১৬ ইং তারিখে প্রশিক্ষক হিসেবে পাবনার ঈশ্বরদীতে কৃষি প্রশিক্ষন ইনস্টিটিউটে যোগদান করে ২২/০৬/২০১৭ ইং তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২২/০৬/২০১৭ ইং তারিখে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসে কৃষি অফিসার হিসেবে যোগদান করে ২০/০৮/২০১৮ ইং তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করেন।
এরপরে ০৩/০৯/২০১৮ ইং তারিখে কুড়িগ্রামের রৌমারী উপজেলা কৃষি অফিসে কৃষি অফিসার হিসেবে যোগদান করে ০৩/০২/২০১৯ ইং তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করেন। তারপর ১০/০২/২০১৯ ইং কৃষি অফিসার হিসেবে আবার কুষ্টিয়ার ভেড়ামারা কৃষি অফিসে কৃষি অফিসার পদে যোগদান করে গত ১৮/১০/২০২৩ ইং তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করেন। কৃষি অফিসার হিসেবে ভেড়ামারায় তিনি দীর্ঘ ৪ বছর ২ মাস ৭ দিন দায়িত্ব পালন করে এই ধার্মিক, সৎ, দক্ষ ও কর্মমুখী কৃষি অফিসার শায়খুল ইসলাম মেহেরপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) হিসেবে পদোন্নতি লাভ করেন।
বিদায়ী কৃষি অফিসার শায়খুল ইসলাম ভেড়ামারায় কর্মরত থাকাকালীণ সময়ে অত্যান্ত নিষ্টার সাথে কাজ করায় কৃষি জমির চাষাবাদ বৃদ্ধি সহ সবজির বাম্পার ফলন এবং কৃষকদের দোরগোড়ায় কৃষি সেবা পৌছে দেওয়ার পাশাপাশি কৃষি বরাদ্ধ বৃদ্ধি সহ তার কর্ম তৎপরতার জন্য তিনি উপজেলাবাসীর কাছে প্রশংসিত হয়েছেন।
প্রিন্ট