গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন সভা সমাবেশ সহ ধর্মিয় অনুষ্ঠানে অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমানের স্বরপ উপস্থিতি সাধারণ মানুষের নজর কেড়েছে।
পাশাপাশি তিনি বিভিন্ন অনুষ্ঠানে গোপালগঞ্জ সদর থানা এলাকায় মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং ও বাল্য বিবাহের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি ঘোষণা করে ইতিমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। থানা সূত্রে জানা গেছে আনিচুর রহমান গোপালগঞ্জ সদর থানায় যোগদান করার পর থেকে অনেক ইতিবাচক কাজের পাশাপাশি মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং ও বাল্য বিবাহের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি গ্রহণ করেন।
গতকাল শনিবার (১৪ অক্টোবর) গোপালগঞ্জ সদর থানার ১৬নং কাজুলিয়া ইউনিয়নের পল্লীমঙ্গল ইউনাইটেড একাডেমি এন্ড কলেজ অডিটোরিয়ামে কাজুলিয়া ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত শারদীয় দূর্গাপূজা ও আইন শৃঙ্খলা বিষয়ক ‘বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।সভায় গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তার বক্তব্যে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং ও বাল্য বিবাহের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি ঘোষণা করেন। উক্ত সভায় কাজুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী ফকির সভাপতিত্ব করেন। সভায় কাজুলিয়া ইউনিয়নের সকল মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সকল শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সভার শুরুতে কাজুলিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান আইয়ুব আলী অফিসার ইনচার্জকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরে স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সভায় বক্তব্য প্রদান করেন।
এসময় অফিসার ইনচার্জ ও চেয়ারম্যান তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। ইউপি চেয়ারম্যান আসন্ন দুর্গাপূজা উদযাপনে হিন্দু ধর্মাবলম্বীদের সর্বাত্মক সহায়তা করার আশ্বাস দেন। প্রধান অতিথির বক্তব্যে অফিসার ইনচার্জ আসন্ন দুর্গাপূজায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যা যা প্রয়োজন সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
সভায় উপস্থিত সকলে আশ্বস্ত হয়ে অফিসার ইনচার্জের এ বক্তব্যকে হাততালি দিয়ে স্বাগত জানান। অফিসার ইনচার্জ মহোদয় গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার আল বেলি আফিফার পক্ষ থেকে হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা জানান। তিনি ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে সকলের অংশগ্রহণে পূজা উদযাপন করার জন্য হিন্দু ধর্মানুসারীদের আহ্বান জানান।
- আরও পড়ুনঃ নৌকার পক্ষে এজাজ আহমেদ মামুনের শো-ডাউন
এছাড়াও তিনি তাঁর বক্তব্যে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং ও বাল্য বিবাহের বিরুদ্ধে “জিরো টলারেন্স” কার্যকরে গোপালগঞ্জ সদর থানা পুলিশ সদা তৎপর বলে জানান। অফিসার ইনচার্জ সুন্দর ও শান্তিপূর্ণ সভা আয়োজন করায় আয়োজক কমিটি সহ সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
এছাড়াও তিনি হিন্দু ধর্মাবলম্বীদের গোপালগঞ্জ সদর থানা পুলিশের পক্ষ থেকে দূর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা জানান।
প্রিন্ট