ইসমাইল হোসেন বাবুঃ
ছয় দফা দাবিতে কুষ্টিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কুষ্টিয়া পলিটেকনিক শিক্ষার্থীরা। আজ বুধবার (১৬ এপ্রিল) বেলা ১২টায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মজমপুর গেট ট্রাফিক অফিসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।
.
সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীরা এতে অংশ নেন।
.
ঘণ্টাব্যাপী সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। পরে দুপুর সাড়ে ১টার দিকে শিক্ষার্থীরা সেখান থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যান।
প্রিন্ট