মানিক কুমার দাসঃ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
.
আজ বুধবার সকাল দশটায় ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর কম্পিউটার ডিপার্টমেন্টে তৃতীয় পর্বের ছাত্র নাফিজুল ইসলাম রোহানের সভাপতিত্বে পলিটেকনিক ইনস্টিটিউট এর ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০ শতাংশ অবৈধ পদোন্নতির জন্য দেওয়া রায়ের প্রতিবাদে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ বাইতুল আমান কলেজগেট রেললাইনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
.
এ সময় উপস্থিত ছিলেন , কম্পিউটার বিভাগের পঞ্চম পর্বের ছাত্র দাউদ শেখ, মেকানিকাল বিভাগের সপ্তম পর্বের ছাত্র মোহাম্মদ তরিকুল সিভিল বিভাগের সপ্তম পর্বের ছাত্র মোঃ আশিক, শফিকুল ইসলাম, মেকানিক্যাল তৃতীয় পর্ব শাকিব সহ ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা।
.
এ সময় ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা বাইতুল আমান কলেজ গেট রেল স্টেশনে জড়ো হয়ে রাজশাহী টু ঢাকা গামী মধুমতি -৬৫৪৪ রেলগাড়ি অবরোধ কর্মসূচি পালন করেন।
.
ছাত্রছাত্রীরা ৬ দফা দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ বিক্ষোভ সমাবেশ করেন।
ছাত্র-ছাত্রীদের দাবিগুলো উল্লেখ করা হলো ছয়টি দাবি সমূহ নিম্নরূপ :
১) ইন্সপেক্টর জুনিয়ার ইন্সট্রাক্টর পদে অবিলম্বে ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০% পমোশন কোটা বাতিল করতে হবে।
২) জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূল ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি থাকতে হবে।
৩) ক্রাফট ইন্সট্রাক্টর সহ দেশের কারিগরি সকল পদে কারিগরি শিক্ষার শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে।
৪) পলিটেকনিক কারিগরি (পলিটেকনিক ইনস্টিটিউ শিক্ষার্থীদের জন্য) সকল বিভাগীয় শহরগুলোতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে।
৫) কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির আবেদনের সুযোগ বাস্তবায়ন করতে হবে।
৬) ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করে দিতে হবে।
প্রিন্ট