ফরিদপুরের ভাঙ্গায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ্মা সেতু হয়ে ঢাকা ভাঙ্গা ফরিদপুর রেল পথ উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করার জন্য সদরপুরে ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের সমর্থকদের নিয়ে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার সকাল ১০টায় সদরপুর উপজেলা দরবার হলে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,মেম্বার সহ বিভিন্ন ইউনিয়নের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি নিক্সন চৌধুরী।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রী জনসভাকে সফল করার লক্ষে সবাই সুশৃংখলভাবে যথাসময়ে সভাস্থলে উপস্থিত থাকবেন। তিনি আরো বলেন শেখ হাসিনা সরকারের ১৫ বছরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে।
প্রিন্ট