ঢাকা , শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‌ স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন Logo সদরপুরে পাটের ফলন ভাল হওয়ায় ক্ষেত পরিচর্যা করছে কৃষকেরা Logo তানোরে রাস্তায় নিম্নমানের বিটুমিন ও ইটের খোয়া ব্যবহারের অভিযোগ Logo দৌলতপুরে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে কিশোর নিখোঁজ Logo শেখ হাসিনাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন Logo আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক হোসেনউদ্দীন হোসেনের জীবন সংকটাপন্ন Logo নাগরপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা দুলাল বহিষ্কার Logo তানোরে পলিনেট হাউস প্রকল্পে অনিয়ম! Logo মাগুরায় বোরো ধানে সমলয় চাষাবাদে পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি মাঠ দিবস অনুষ্ঠিত Logo মাগুরায় হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠ তদন্তের দাবিতে মানববন্ধন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

মাগুরায় সেচ্ছাসেবক দল ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপি’র নিন্দা ও প্রতিবাদ

মাগুরায় গত বুধবার দুপুরে সেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনায় মাগুরা জেলা বিএনপি’র আহবায়ক এবং সদস্য সচিব স্বাক্ষরিত একটি পত্রে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন। ওই দিনের ঘটনায় বিএনপি ও স্বোচ্ছাসেবক দলের ১০৫ নেতা-কর্মীর নামে মামলা দিয়ে তাদের নানাভাবে হয়রানির করার জন্য প্রেস বিজ্ঞপ্তিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা। ০৯ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখে বিএনপির দলীয় প্যাডে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

 

বিজ্ঞপ্তি থেকে প্রকাশ- গত ০৯ সেপ্টেম্বর বুধবার বেলা ১১টার সময় জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দল মাগুরা জেলা শাখার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই সভায় বিএনপিসহ স্বেচ্ছাসেবক দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার প্রাথমিক কার্যক্রম শুরু হওয়ার পর বেলা ১২টার দিকে দলের সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান হাসুর নেতৃত্বে একটি শান্তিপূর্ণ মিছিল শহরের চৌরঙ্গী মোড় পার হওয়ার সময় ছাত্রলীগের একাধিক সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে অসংখ্য নেতা-কর্মীরা আমাদের উপর সশস্ত্র হামলা করে আমাদের ২০জন নেতা-কর্মী কে গুরুতর আহত করে। এ সময় আমাদের কর্মীরা হামলা প্রতিরোধের চেষ্ঠা করলে তারা আমাদের নেতা-কর্মীদের উপর আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালিয়ে ধাওয়া করে। গুলি লক্ষভ্রষ্ঠ হওয়ায় আমাদের কর্মীরা প্রাণে রক্ষা পান।

যে ছেলে অস্ত্র দিয়ে আমাদের কর্মীদের উপর গুলি বর্ষণ করে তিনি মাগুরা আদর্শ কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তার নাম শাহীন, পিতা- লুৎফর রহমান, মাতা- রিজিয়া বেগম, সাং- স্টেডিয়াম পাড়া, মাগুরা। এই ঘটনার পর ছাত্রলীগ তাদের অপকর্ম ঢাকতে উল্টে আমাদের ১০৫ নেতা-কর্মীর বিষ্ফোরক দ্রব্য এবং হত্যা চেষ্ঠা আইনের ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩২৬/৩০৭ ধারায় মামলা করে। এবং এ মামলায় অস্ত্রধারী শাহীন কে বাঁচাতে তাকে ৯০ নং আসামি করা হয়। আমরা এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই।

বিভিন্ন তথ্য ও সূত্রে প্রকাশ, গত বুধবার প্রতিনিধি সভা সফল করতে মাগুরা জেলা জর্জ আদালত চত্বরের সামনের রাস্তা দিয়ে স্বেচ্ছাসেবক দলের একটি মিছিল চৌরঙ্গী মোড় পার করে সৈয়দ আতর আলী সড়কের সামনে এসে জড়ো হলে এ সময় ছাত্রলীগের একটি সংঘবদ্ধ দল লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে মিছিলে হামলা চালায়। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এর কিছুক্ষণ পরে বিএনপির কর্মীরাও লাঠিসোঁটা নিয়ে ছাত্রলীগ কর্মীদের ধাওয়া করলে ছাত্রলীগ একটু পিছু হটে। ফের শুরু হয় পাল্টা ধাওয়া। এ সময় মিছিলের পেছন থেকে একটি গুলির আওয়াজ পাওয়া যায়। ঘটনার সময় উভয় পক্ষের কমপক্ষের বেশ কয়েকজন আহত হয়।

 

এ ঘটনার পর ফেসবুকে অস্ত্রধারী যুবকের স্থিরচিত্র ও ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা যায়, মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এক যুবক অস্ত্র নিয়ে নাড়াচাড়া করছেন। তাঁর মাথায় ক্যাপ ও মুখে মাস্ক ছিল। তিনি ছাত্রলীগের কর্মী বলে প্রত্যক্ষদর্শীরা মন্তব্য করেছেন। তবে মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খাঁন এবং সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম অস্ত্রধারী ওই ব্যক্তি তাদের কর্মী নয় বলে তাৎক্ষণিৎ জানিয়েছিলেন। তবে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গোলাম জাহিদ অস্ত্র হাতে ভাইরাল হওয়া ব্যক্তি একজন ছাত্রলীগ কর্মী বলে দাবী করেন এবং তার পরিচয় নিশ্চিত করেন।

 

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীম বলেন, নির্বিচারে আমাদের উপর হামলা এবং গুলি বর্ষণ করা হলো এরপরও আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা করা হলো এবং প্রশাসন দিয়ে আমাদের নানাভাবে হয়রানি করা হচ্ছে।

 

মাগুরা জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হামিদুল ইসলাম বলেন, ছাত্রলীগ কর্মীদের উপর স্বেচ্ছাসেবক দল নেতা-কর্মীদের হামলার ঘটনায় বৃহস্পতিবার বিকেলে বারিউর ইসলাম রিয়াদ বাদী হয়ে ১০৫ ব্যক্তিকে আসামি করে থানায় মামলা করেছেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই আইনি প্রক্রিয়ায় তদন্তের মাধ্যমে ঘটনার সাথে সংশ্লিষ্ঠদের বিচারের দাবি জানাই।

জেলা বিএনপি’র আহবায়ক আলী আহম্মদ এবং সদস্য সচিব আক্তার হোসেন ছাত্রলীগের অস্ত্রের মহড়া এবং বিএনপি নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদ জানিয়ে বলেন, ন্যায়বিচার পেতে আমাদের নেতা-কর্মীরা যখন মামলার প্রস্তুতি নিচ্ছিলেন সে সময় ছাত্রলীগ হয়রানি করতে উল্টে আমাদের কর্মীদের মামলার জালে ফাঁসিয়েছেন।

 

 

মাগুরা সদর থানার ভারপ্রাাপ্ত কর্মকর্তা শেখ সেকেন্দার আলীর সাথে একাধিক বার যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। সহকারি পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, যুবকের অস্ত্র হাতে যে ছবিটি ফেসবুকে ভাইরাল এবং বিভিন্ন মিডিয়াতে এসেছে আমরা তার পরিচয় নিশ্চিত করে আইনের আওতায় আনতে চেষ্টা করছি এবং তাকে গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‌ স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

error: Content is protected !!

মাগুরায় সেচ্ছাসেবক দল ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপি’র নিন্দা ও প্রতিবাদ

আপডেট টাইম : ০৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩

মাগুরায় গত বুধবার দুপুরে সেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনায় মাগুরা জেলা বিএনপি’র আহবায়ক এবং সদস্য সচিব স্বাক্ষরিত একটি পত্রে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন। ওই দিনের ঘটনায় বিএনপি ও স্বোচ্ছাসেবক দলের ১০৫ নেতা-কর্মীর নামে মামলা দিয়ে তাদের নানাভাবে হয়রানির করার জন্য প্রেস বিজ্ঞপ্তিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা। ০৯ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখে বিএনপির দলীয় প্যাডে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

 

বিজ্ঞপ্তি থেকে প্রকাশ- গত ০৯ সেপ্টেম্বর বুধবার বেলা ১১টার সময় জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দল মাগুরা জেলা শাখার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই সভায় বিএনপিসহ স্বেচ্ছাসেবক দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার প্রাথমিক কার্যক্রম শুরু হওয়ার পর বেলা ১২টার দিকে দলের সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান হাসুর নেতৃত্বে একটি শান্তিপূর্ণ মিছিল শহরের চৌরঙ্গী মোড় পার হওয়ার সময় ছাত্রলীগের একাধিক সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে অসংখ্য নেতা-কর্মীরা আমাদের উপর সশস্ত্র হামলা করে আমাদের ২০জন নেতা-কর্মী কে গুরুতর আহত করে। এ সময় আমাদের কর্মীরা হামলা প্রতিরোধের চেষ্ঠা করলে তারা আমাদের নেতা-কর্মীদের উপর আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালিয়ে ধাওয়া করে। গুলি লক্ষভ্রষ্ঠ হওয়ায় আমাদের কর্মীরা প্রাণে রক্ষা পান।

যে ছেলে অস্ত্র দিয়ে আমাদের কর্মীদের উপর গুলি বর্ষণ করে তিনি মাগুরা আদর্শ কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তার নাম শাহীন, পিতা- লুৎফর রহমান, মাতা- রিজিয়া বেগম, সাং- স্টেডিয়াম পাড়া, মাগুরা। এই ঘটনার পর ছাত্রলীগ তাদের অপকর্ম ঢাকতে উল্টে আমাদের ১০৫ নেতা-কর্মীর বিষ্ফোরক দ্রব্য এবং হত্যা চেষ্ঠা আইনের ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩২৬/৩০৭ ধারায় মামলা করে। এবং এ মামলায় অস্ত্রধারী শাহীন কে বাঁচাতে তাকে ৯০ নং আসামি করা হয়। আমরা এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই।

বিভিন্ন তথ্য ও সূত্রে প্রকাশ, গত বুধবার প্রতিনিধি সভা সফল করতে মাগুরা জেলা জর্জ আদালত চত্বরের সামনের রাস্তা দিয়ে স্বেচ্ছাসেবক দলের একটি মিছিল চৌরঙ্গী মোড় পার করে সৈয়দ আতর আলী সড়কের সামনে এসে জড়ো হলে এ সময় ছাত্রলীগের একটি সংঘবদ্ধ দল লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে মিছিলে হামলা চালায়। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এর কিছুক্ষণ পরে বিএনপির কর্মীরাও লাঠিসোঁটা নিয়ে ছাত্রলীগ কর্মীদের ধাওয়া করলে ছাত্রলীগ একটু পিছু হটে। ফের শুরু হয় পাল্টা ধাওয়া। এ সময় মিছিলের পেছন থেকে একটি গুলির আওয়াজ পাওয়া যায়। ঘটনার সময় উভয় পক্ষের কমপক্ষের বেশ কয়েকজন আহত হয়।

 

এ ঘটনার পর ফেসবুকে অস্ত্রধারী যুবকের স্থিরচিত্র ও ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা যায়, মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এক যুবক অস্ত্র নিয়ে নাড়াচাড়া করছেন। তাঁর মাথায় ক্যাপ ও মুখে মাস্ক ছিল। তিনি ছাত্রলীগের কর্মী বলে প্রত্যক্ষদর্শীরা মন্তব্য করেছেন। তবে মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খাঁন এবং সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম অস্ত্রধারী ওই ব্যক্তি তাদের কর্মী নয় বলে তাৎক্ষণিৎ জানিয়েছিলেন। তবে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গোলাম জাহিদ অস্ত্র হাতে ভাইরাল হওয়া ব্যক্তি একজন ছাত্রলীগ কর্মী বলে দাবী করেন এবং তার পরিচয় নিশ্চিত করেন।

 

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীম বলেন, নির্বিচারে আমাদের উপর হামলা এবং গুলি বর্ষণ করা হলো এরপরও আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা করা হলো এবং প্রশাসন দিয়ে আমাদের নানাভাবে হয়রানি করা হচ্ছে।

 

মাগুরা জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হামিদুল ইসলাম বলেন, ছাত্রলীগ কর্মীদের উপর স্বেচ্ছাসেবক দল নেতা-কর্মীদের হামলার ঘটনায় বৃহস্পতিবার বিকেলে বারিউর ইসলাম রিয়াদ বাদী হয়ে ১০৫ ব্যক্তিকে আসামি করে থানায় মামলা করেছেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই আইনি প্রক্রিয়ায় তদন্তের মাধ্যমে ঘটনার সাথে সংশ্লিষ্ঠদের বিচারের দাবি জানাই।

জেলা বিএনপি’র আহবায়ক আলী আহম্মদ এবং সদস্য সচিব আক্তার হোসেন ছাত্রলীগের অস্ত্রের মহড়া এবং বিএনপি নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদ জানিয়ে বলেন, ন্যায়বিচার পেতে আমাদের নেতা-কর্মীরা যখন মামলার প্রস্তুতি নিচ্ছিলেন সে সময় ছাত্রলীগ হয়রানি করতে উল্টে আমাদের কর্মীদের মামলার জালে ফাঁসিয়েছেন।

 

 

মাগুরা সদর থানার ভারপ্রাাপ্ত কর্মকর্তা শেখ সেকেন্দার আলীর সাথে একাধিক বার যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। সহকারি পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, যুবকের অস্ত্র হাতে যে ছবিটি ফেসবুকে ভাইরাল এবং বিভিন্ন মিডিয়াতে এসেছে আমরা তার পরিচয় নিশ্চিত করে আইনের আওতায় আনতে চেষ্টা করছি এবং তাকে গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।