মানিক কুমার দাস, জেলা প্রতিনিধি, ফরিদপুর
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ফরিদপুর বিভাগীয় নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় সাংগঠনিক টিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ফরিদপুর প্রেস ক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক আলহাজ্ব ক্বারী মাওলানা গোলাম মোস্তফা এর সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি গাজী রিয়াজুল ইসলাম, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা সাখাওয়াত হোসেন, হাফেজ মাওলানা মোঃ মামুন, হাফেজ মাওলানা শহীদ ভূঁইয়া প্রমুখ ব্যক্তিবর্গ।
বক্তারা গতকাল ২৬ নভেম্বর তারিখ চট্টগ্রামে ইসকনের সন্ত্রাসী গোষ্ঠী দ্বারা আইনজীবী হত্যার সুস্ঠু তদন্ত করে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করে। মতবিনিময় সভায় বক্তারা ফরিদপুর বিভাগের পাঁচটি জেলা যথা: ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর এবং গোপালগঞ্জ থেকে জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সংগ্রহ করে প্রতিটি জেলায় আহ্বায়ক, দপ্তর বিষয়ক সম্পাদক এবং সদস্যসহ সর্বমোট ১০১ জন সদস্য বিশিষ্ট কমিটি গঠনের আহ্বান জানায়।
যোগ্য প্রার্থীরা যাতে জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য হতে পারে সে ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়। প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড এবং থানা পর্যায়ে দলটির কার্যক্রম সক্রিয় রাখতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী ওলামা দলের পক্ষ থেকে ন্যূনতম ২০ জন প্রার্থী হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি ভবিষ্যতে প্রতিটি মসজিদে আলেম ওলামাদের নিয়ে মসজিদ কমিটি গঠন করারও প্রত্যয় ব্যক্ত করা হয় পরবর্তীতে সদস্য সংগ্রহের ফর্ম বিতরণ করা হয়।
প্রিন্ট