রাজবাড়ী জেলার পাংশা সাব রেজিস্ট্রার অফিসের উদ্যোগে মঙ্গলবার (২০ জুন) দুপুরে দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধি, শুদ্ধাচার চর্চা, সুশাসন ও জবাবদিহিতা জোরদারকরণে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় রাজবাড়ী জেলা রেজিস্ট্রার মো. সাজেদুল হক, পাংশার এসিল্যান্ড মো. মাসুদুর রহমান রুবেল, পাংশার সাব রেজিস্ট্রার মো. শাখাওয়াত হোসেন ও বালিয়াকান্দির সাব রেজিস্ট্রার মো. আমির হোসেন বিষয় ভিত্তিক আলোচনা করেন। উপস্থাপনা করেন পাংশা সাব রেজিস্ট্রি অফিসের নকলনবীশ মো. আল আমীন।
- আরও পড়ুনঃ সেন্টমার্টিন দিয়ে ক্ষমতা চাই না
কর্মশালা শুরুর আগে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানায় পাংশা উপজেলা দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ। পাংশা ও কালুখালীর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখকরা কর্মশালায় উপস্থিত ছিলেন।
প্রিন্ট