ফরিদপুরের ভাংগা উপজেলাধীন মানিকদাহ ইউনিয়নের কালীবাড়ি বাজারে জনৈক শামসেল মোল্লাকে কথিত ছেলে ধরা সন্দেহে পিটিয়ে হত্যাকারিদের শাস্তির দাবিতে আজ শনিবার সকাল সাড়ে ১১ টায় মানিকদাহ ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও ভূক্তভোগী পরিবারের উদ্যোগে মোঃ রইজুল মাতুব্বর মৃতের মামা ও ঝর্ণা বেগম মৃতের স্ত্রীর সভাপতিত্বে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে, বিগত ১৬ এপ্রিল তারিখে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের ফরিদপুর -ভাঙ্গা আঞ্চলিক মহাসড়কের পুকুরিয়া বাস স্ট্যান্ড এলাকায় রাত আটটায় ঘটিকার সময় ছেলে ধরা সন্দেহে স্থানীয় জনতা জনৈক শামসেল মোল্লাকে পিটিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরবর্তীতে মৃতের স্ত্রী ঝর্ণা বেগম ভাংগা থানায় একটি মামলা করেন। যার নং- ৪০, তারিখ ২২/০৪/২০২৩। ধারা-১৪৩/৩০২/৩৪ পেনাল কোড। আজকে মানববন্ধনে মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রিন্ট