ফরিদপুরের সদরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমি আইন, ভূমি সেবা, উন্নয়ন কর ও ই-মিউটেশন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ দরবার হলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদের রাসেলের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের তহসিলদার, শিক্ষক, ভূমির মালিক ও গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন। কর্মশালায় বক্তারা ভূমি সম্পর্কিত আইন, ভূমি সেবা, ভূমি উন্নয়ন কর ও ই-মিউটেশন বিষয়ের উপরে বিশদ আলোচনা করেন।
সর্বশেষ ভূমি সম্পর্কিত বিষয়ের উপরে ভূমি মালিকদের গণশুনানির বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নগরকান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান।
প্রিন্ট