ডাক্তার জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের উদ্যোগে ফরিদপুর শহরের তারার মেলা স্কুলে মাসিক হেলথ ক্যাম্প কার্যক্রম বৃহস্পতিবার সকালে স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
এর উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ এর সভাপতি ডক্টর এম এ জলিল, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদ। ডাক্তার জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের সাধারণ সম্পাদক সালাউদ্দিন ফরিদ, বিদ্যালয় এর প্রধান শিক্ষক দিদারুল ইসলাম।অনুষ্ঠান সঞ্চালনা করেন অঞ্জন রানা গোস্বামী।
এক সংক্ষিপ্ত বক্তব্যে এ ক্যাম্প থেকে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবে বলে জানানো হয়। একই সাথে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সচেতনতায় অভিভাবকদের গুরুত্বপূর্ণ অবদান সম্পর্কে আলোচনা করা হয়।
পরে স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
প্রিন্ট