কুষ্টিয়ার খোকসায় খোকসা প্রেসক্লাব এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের খোকসা সংবাদদাতা মনিরুল ইসলাম মাসুদ এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত।
শনিবার বিকেলে খোকসা প্রেসক্লাবের হলরুমে প্রেসক্লাবের আয়োজনে খোকসা প্রেসক্লাবের সভাপতি মুন্সি লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা,থানা অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর, সাবেক জেলা পরিষদের সদস্য মুজাহিদুল ইসলাম বাবলু, শোমসপুর উচ্চ বিদ্যালয় সবেক প্রধান শিক্ষক আয়েন উদ্দিন, শোমসপুর আবু তালেব ডিগ্রী কলেজের সভাপতি জিল্লুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খোকসা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন। অনুষ্ঠানের শুরুতে সাংবাদিক মনিরুল ইসলাম মাসুদসহ প্রয়াত সাংবাদিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভার শেষে সাংবাদিক মনিরুল ইসলাম মাসুদের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠান ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফেজ সালাউদ্দিন।
|
এছাড়া আরো উপস্থিত ছিলেন শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক শরিফুজ্জামান বিল্ল, ঈশ্বরদী হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হবি, খোকসা প্রেসক্লাব সহ-সভাপতি রঞ্জন ভৌমিক, সাংগঠনিক সম্পাদক সুমন কুমার মন্ডল, সাংবাদিক হুমায়ুন কবির, মিলন খান, সাহাবুল চঞ্চল, বাদশা খান, মনোজিৎ প্রমুখ। বক্তাগণ মরহুম মাসুদের কর্মজীবন নিয়ে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।
প্রিন্ট