কুষ্টিয়ার মিরপুরে অন্য ফসলের পাশাপাশি নিজ বাড়িতে গাঁজার গাছ চাষ করে আসছিলেন কামাল হোসেন (৫০) নামে এক কৃষক। অবশেষে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ ওই কৃষককে আটক পুলিশ।
বুধবার (৩১ মে) দুপুরে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের পারুল পাড়া থেকে তাকে আটক করা হয়। এ সময় ১৩ টি গাঁজাগাছ জব্দ করা হয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, দীর্ঘদিন ধরে কৃষক কামাল হোসেন নিজ বাড়ির আঙিনায় গাঁজার গাছ চাষ করে আসছিলেন। খবর পেয়ে ক্যাম্পের পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১৩টি গাঁজার গাছসহ তাকে আটক করে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।
প্রিন্ট