কুষ্টিয়ার খোকসায় জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলাম উপজেলা বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন ও দর্শন করেন। সোমবার সকালে জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলাম খোকসা উপজেলা পরিষদে পৌঁছালে উপজেলা চেয়ারম্যান মোঃ বাবুল আখতার তাকে ফুলের শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল, উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, খোকসা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সুধী ও সাংবাদিকগন।
এ সময় মত বিনিময় কালে তিনি বলেন বর্তমান সরকার দেশের উন্নয়ন ও ৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে পদক্ষেপ নিয়েছে তা বাস্তবায়ন করতে হলে সবাইকে যার যার অবস্থানে থেকে তাদের নিজ নিজ দায়িত্বে কাজ করতে হবে। তিনি আরো বলেন বর্তমান মাদক আমাদের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে তিনি সমাজ থেকে মাদকমুক্ত করতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
এসময় তিনি উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন আপনাদের কাছে যারা সেবা নিতে আসে সে সব মানুষের আপনারা হয়রানি করবেন না, যথাযথভাবে সেবা প্রদান করবেন কারণ আপনারা রাষ্ট্রের কর্মচারী জনগণের টাকায় আপনাদের বেতন হয়, তাই জনগণের সঙ্গে ভালো ব্যবহার করে তাদের যথাযথ ভাবে সেবা প্রদান করবেন। পরে তিনি শোমসপুর ইউনিয়ন পরিষদ, শোমসপুর ভূমি অফিস ও খোকসা পৌরসভা পরিদর্শন করেন।
খোকসা পৌরসভায় পৌঁছালে পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালাম। পরিদর্শন শেষে তিনি স্থানীয় সাংবাদিকদের বলেন যে সকল এলাকা পরিদর্শন করেছি তা ভালো লেগেছে, তিনি সরকারের উন্নয়নমূলক কাজে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
প্রিন্ট