মিরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মিরপুরের আমলা এলাকা নিমতলা থেকে ১ কেজি গাঁজা ও আরিফ সড়ক এলাকা থেকে ২০ পিচ ইয়াবাসহ ২ আসামীকে আটক করে পুলিশ।
গাঁজাসহ আটককৃত আসামি মাসুদ (৩৯) পৌরসভার সুলতানপুর এলাকার আবুল কালাম আজাদের ছেলে ও ইয়াবাসহ আটককৃত আসামি মোহাম্মদ মালিথা (৪৮) কচুবাড়িয়া এলাকার চাঁদ আলী মালিথার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ১৫ মে রাতে কচুবাড়িয়া ও নিমতলা এলাকায় মাদক ক্রয় বিক্রয় চলছে এমন সংবাদদের ভিত্তিতে মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম এর নেতৃত্বে এস আই শামসুর রহমান ও এসআই হাফিজুর রহমান সঙ্গীও ফোর্স অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে। কোন মাদক ব্যবসায়ীকে এক বিন্দু পরিমাণও ছাড় দেওয়া হবে না। আসামিদের মাদক মামলায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মিরপুর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে ।
প্রিন্ট