মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ‘খাদ্য নিরাপত্তা, খাদ্য স্বাস্থ্যবিধি, রক্ত স্বল্পতা, অপুষ্টি এবং স্বাস্থ্যকর বার্ধক্য’ বিষয়ক এক কর্মশালা সোমবার (১৫ মে) দুপুরে সম্পন্ন হয়েছে। এদিন সকাল সোয়া ১১টায় এ কর্মশালা শুরু হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন মাগুরার সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ্ দেওয়ান।
কর্মশালায় রিসোর্স পর্সোন হিসেবে ছিলেন মাগুরা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. জিল্লুর রহমান, মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কানসালটেন্ট (মেডিসিন) ডাক্তার নির্মল কুমার বিশ^াস ও জুনিয়র কানসালটেন্ট (গাইনি) ডাক্তার নাকিবা সুলতানা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মকছেদুল মোমিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যক্ষ বিপ্লব রেজা বিকো, ইমাম মো. ওলিউল্লাহ্, পুরোহিত কানু তেওয়ারী এবং সাংবাদিক এস আর এ হান্নান।
প্রিন্ট