ঢাকা , রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঘুষে ফায়ার লাইসেন্স, ভুয়া বিলের কারসাজি Logo চরভদ্রাসনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ওয়ালিদ হোসাইন গ্রেপ্তার Logo চরভদ্রাসনে ১৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার Logo রূপগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও নগদ টাকা উদ্ধার Logo তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল ফুটবল টুর্নামেন্টে জয়ী ওরা ১১জন মাগুরা Logo হাতিয়ায় রাতে আড্ডা দেওয়া চার শিক্ষার্থীকে ডেকে নিয়ে পড়তে বসালেন ইউএনও Logo শিক্ষার্থীর মৃত্যুতে মধ্যরাতে ইবি বিশ্ববিদ্যালয় হলে হলে বিক্ষোভ, আজ সারা দিনে উত্তাল ক্যাম্পাস Logo রংপুরে সিও বাজারে এলপিজি গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণঃ নিহত ১, বহু আহত Logo ফরিদপুরে ড্যাব এর চিকিৎসকদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

কুষ্টিয়ায় তামাক কারখানার সামনে ২২ দফা দাবি আদায়ে শ্রমিকদের বিক্ষোভ

ইসমাইল হোসেন বাবুঃ

 

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) একদল শ্রমিক ২২ দফা দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

 

শ্রমিকদের ভাষ্য, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী, ২০১২ সাল থেকে কোম্পানির পাওনা মুনাফা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, নিয়োগপত্রসহ ২২ দফা দাবি পূরণ করতে হবে। এ জন্য তারা আন্দোলন করছেন।

 

আজ ২৪ এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের চৌড়হাস মোড় এলাকায় কারখানাটির প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে।

 

শ্রমিকদের হাতে দাবি আদায়ের ব্যানারসহ বিভিন্ন ধরনের ফেস্টুন, প্ল্যাকার্ড ছিল। ব্যানার ও ফেস্টুন নিয়ে তারা কারখানার প্রধান ফটক ও আশপাশের এলাকা প্রদক্ষিণ করেন। তারা ‘শ্রম দিলাম, টাকা কই’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’–সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন।

 

শ্রমিকেরা সাংবাদিকদের বলেন, বিএটিবির মৌসুমি শ্রমিকেরা তাঁদের ২২ দফা দাবি আদায়ে অনেক আগে থেকে আন্দোলন করে আসছেন। এর পরিপ্রেক্ষিতে ১৭ এপ্রিল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু সময় পেরিয়ে গেলেও কোনো পদক্ষেপ নেয়নি প্রতিষ্ঠানটি।

 

শ্রমিকেরা অভিযোগ করে বলেন, প্রতিবছর তাদের দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিলেও মিথ্যা আশ্বাস দিয়ে এভাবে তাদের সঙ্গে বছরের পর বছর প্রতারণা করে যাচ্ছেন কোম্পানির কর্মকর্তারা। বিএটিবি বিদেশি ভালো কোম্পানি হলেও কুষ্টিয়ায় কিছু অসাধু কর্মকর্তাদের কারণে এখানে শ্রমিকদের দুর্ভোগে পড়তে হয়েছে। শ্রমিকদের চাকরি স্থায়ী নয় বলে কর্মকর্তারা তাদের ইচ্ছেমতো চাকরি থেকে বের করে দেন।

 

এ বিষয়ে বিএটিবি কুষ্টিয়া কারখানার প্লান্ট ম্যানেজার মুকিত আহমেদ চৌধুরীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, অফিশিয়ালি তিনি কোনো বক্তব্য দিতে পারেন না।

 

শ্রমিকদের আন্দোলনের বিষয়ে বিএটি বাংলাদেশের একজন মুখপাত্র লিখিত বক্তব্যে জানান, একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে, বিএটি বাংলাদেশ দেশের প্রযোজ্য সব আইন, বিধি-বিধান ও নীতিমালা মেনে চলতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। কিছু মৌসুমি শ্রমিক বিএটি বাংলাদেশের কাছে কিছু দাবি উত্থাপন করেছেন। প্রতিষ্ঠান নিজেদের কর্মীদের যৌক্তিক দাবিগুলো গুরুত্ব সহকারে শুনেছে এবং পর্যালোচনা করেছে। একটি দায়িত্বশীল করপোরেট প্রতিষ্ঠান হিসেবে বিএটি এ দেশে ১১৫ বছর ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশের আইনি কাঠামোর আওতায় সব কর্মী যেন যথাযথভাবে তাদের প্রাপ্য সুবিধা লাভ করেন, তা নিশ্চিতে প্রতিষ্ঠান অঙ্গীকারবদ্ধ।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ঘুষে ফায়ার লাইসেন্স, ভুয়া বিলের কারসাজি

error: Content is protected !!

কুষ্টিয়ায় তামাক কারখানার সামনে ২২ দফা দাবি আদায়ে শ্রমিকদের বিক্ষোভ

আপডেট টাইম : ০৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপােটার :

ইসমাইল হোসেন বাবুঃ

 

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) একদল শ্রমিক ২২ দফা দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

 

শ্রমিকদের ভাষ্য, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী, ২০১২ সাল থেকে কোম্পানির পাওনা মুনাফা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, নিয়োগপত্রসহ ২২ দফা দাবি পূরণ করতে হবে। এ জন্য তারা আন্দোলন করছেন।

 

আজ ২৪ এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের চৌড়হাস মোড় এলাকায় কারখানাটির প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে।

 

শ্রমিকদের হাতে দাবি আদায়ের ব্যানারসহ বিভিন্ন ধরনের ফেস্টুন, প্ল্যাকার্ড ছিল। ব্যানার ও ফেস্টুন নিয়ে তারা কারখানার প্রধান ফটক ও আশপাশের এলাকা প্রদক্ষিণ করেন। তারা ‘শ্রম দিলাম, টাকা কই’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’–সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন।

 

শ্রমিকেরা সাংবাদিকদের বলেন, বিএটিবির মৌসুমি শ্রমিকেরা তাঁদের ২২ দফা দাবি আদায়ে অনেক আগে থেকে আন্দোলন করে আসছেন। এর পরিপ্রেক্ষিতে ১৭ এপ্রিল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু সময় পেরিয়ে গেলেও কোনো পদক্ষেপ নেয়নি প্রতিষ্ঠানটি।

 

শ্রমিকেরা অভিযোগ করে বলেন, প্রতিবছর তাদের দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিলেও মিথ্যা আশ্বাস দিয়ে এভাবে তাদের সঙ্গে বছরের পর বছর প্রতারণা করে যাচ্ছেন কোম্পানির কর্মকর্তারা। বিএটিবি বিদেশি ভালো কোম্পানি হলেও কুষ্টিয়ায় কিছু অসাধু কর্মকর্তাদের কারণে এখানে শ্রমিকদের দুর্ভোগে পড়তে হয়েছে। শ্রমিকদের চাকরি স্থায়ী নয় বলে কর্মকর্তারা তাদের ইচ্ছেমতো চাকরি থেকে বের করে দেন।

 

এ বিষয়ে বিএটিবি কুষ্টিয়া কারখানার প্লান্ট ম্যানেজার মুকিত আহমেদ চৌধুরীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, অফিশিয়ালি তিনি কোনো বক্তব্য দিতে পারেন না।

 

শ্রমিকদের আন্দোলনের বিষয়ে বিএটি বাংলাদেশের একজন মুখপাত্র লিখিত বক্তব্যে জানান, একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে, বিএটি বাংলাদেশ দেশের প্রযোজ্য সব আইন, বিধি-বিধান ও নীতিমালা মেনে চলতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। কিছু মৌসুমি শ্রমিক বিএটি বাংলাদেশের কাছে কিছু দাবি উত্থাপন করেছেন। প্রতিষ্ঠান নিজেদের কর্মীদের যৌক্তিক দাবিগুলো গুরুত্ব সহকারে শুনেছে এবং পর্যালোচনা করেছে। একটি দায়িত্বশীল করপোরেট প্রতিষ্ঠান হিসেবে বিএটি এ দেশে ১১৫ বছর ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশের আইনি কাঠামোর আওতায় সব কর্মী যেন যথাযথভাবে তাদের প্রাপ্য সুবিধা লাভ করেন, তা নিশ্চিতে প্রতিষ্ঠান অঙ্গীকারবদ্ধ।


প্রিন্ট