মাহমুদুর রহমান তুরানঃ
ফরিদপুরের ভাঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার সময় আশিক মাতুব্বর (১৭) ও সাইম শেখ (১৮) নামে দুই এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। প্রাথমিক চিকিৎসা শেষে পরীক্ষার পর তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালের দিকে উপজেলা সদরের থানা রোডের কালীবাড়ি সড়কে এ ঘটনা ঘটে।
.
আহত দুই পরীক্ষার্থী হলেন, উপজেলার আলগী ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের বাসিন্দা, মহেশ্বরদী উচ্চবিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী আশিক মাতুব্বর ও ভাঙ্গা পাইলট উচ্চবিদ্যালয়ের ভোকেশনাল শাখার শিক্ষার্থী সাইম শেখ।
.
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুই পরীক্ষার্থী আলগী ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের বাড়ি থেকে ভ্যানযোগে ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে আসছিলেন। পথে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের ফাহিম নামের এক যুবক তাদের ভ্যানের গতিরোধ করে ধারালো চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। পরে দ্রুত জখমের স্থানে সেলাই দিয়ে অ্যাম্বুলেন্সে করে চিকিৎসকসহ তাদের পরীক্ষাকেন্দ্রে পাঠিয়ে দেন। দুপুর একটার দিকে পরীক্ষা শেষ হলে তাদের আবার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
.
আহত পরীক্ষার্থী সাইম শেখ বলেন, দুই বন্ধু একই গ্রামের বাসিন্দা হওয়ায় প্রতিদিন একসঙ্গে পরীক্ষা দিতে ভাঙ্গা উপজেলা সদরে আসি। আজও সেভাবে ভ্যানে করে আসছিলাম। ভ্যানটি ভাঙ্গা বাজারের থানা রোড সংলগ্ন কালীবাড়ির সামনে এলে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের ফাহিম নামের এক যুবক ধারালো অস্ত্র দিয়ে আমাদের দুজনকে কুপিয়ে পালিয়ে যায়।
.
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা তানসিভ জুবায়ের বলেন, দুজনের বাম হাতসহ শরীরের একাধিক জায়গায় কুপিয়ে জখম করা হয়েছে। হাসপাতালে আনার পর সেলাইসহ অন্যান্য চিকিৎসা দিয়ে চিকিৎসকসহ পরীক্ষাকেন্দ্রে পাঠানো হয়। পরীক্ষার পরে আবার হাসপাতালে আনা হয়।
.
ভাঙ্গা পাইলট উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের সচিব মো. হায়দার হোসেন বলেন, দুই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কেন্দ্রে এনে পরীক্ষা দেওয়ানো হয়েছে। পরীক্ষা শেষে আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.
এ বিষয়ে ভাঙ্গা থানার পরিদর্শক ইন্দ্রজিত মল্লিক জানান, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রিন্ট