শেখ সাইদুল ইসলাম প্রবীনঃ
কুষ্টিয়ার খোকসা উপজেলার সাব রেজিস্টার অফিসের দলিল লেখক বাহুবল্লভ সরকার একজন সেবা গ্রহীতার নিকট ৪ হাজার টাকা অতিরিক্ত ঘুষ দাবি করায় মোবাইল কোর্টে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গতকাল ২৪ এপ্রিল বৃহস্পতিবার কুষ্টিয়ার খোকসা উপজেলার সাব রেজিস্ট্রি অফিসে দলিল লেখক বাহুবল্লভ সরকার জমি বিক্রেতা বিকাশ বাছাড়ের নিকট থেকে পর্চার নকল তোলার জন্য এসিল্যান্ডকে দিতে হবে বলে অতিরিক্ত ৪ হাজার টাকা দাবি করেন।
বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুনকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় দলিল লেখক বাহুবল্লভ সরকারকে ৩০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন বলেন, “অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ সকল অভিযান অব্যাহত থাকবে। আমার অফিসের কেউ যদি এভাবে দুর্নীতি করে, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”
জানা গেছে, অতিরিক্ত সাব রেজিস্ট্রার হিসেবে রাসেল মল্লিকের খোকসায় যোগদানের পর থেকে সাব রেজিস্ট্রার অফিসে দুর্নীতি বেড়ে গেছে।
এলাকাবাসীর দাবি, খোকসা উপজেলার জন্য একজন স্থায়ী সাব রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হোক। বর্তমানে সাব রেজিস্ট্রারের অভাবে খোকসায় সপ্তাহে মাত্র একদিন জমি রেজিস্ট্রি করা হয়, ফলে সেবা গ্রহিতারা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন।
উল্লেখ্য, চলতি মাসে কুষ্টিয়া দুদকের পক্ষ থেকেও একটি অভিযান পরিচালিত হয় খোকসা উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে।সেখান থেকেও নাইটগার্ডের কাছ থেকে ৪০ হাজার টাকা উদ্ধার করে দুদক।
প্রিন্ট