ইস্রাফিল হোসেন ইমনঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা প্রকৌশলী দেলোয়ার হোসেনের বদলি জনিত বিদায় ও সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১২টার সময় উপজেলা প্রকৌশলীর রুমে উপজেলা প্রকৌশলী দেলোয়ার হোসেনের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয় এবং নবাগত উপজেলা প্রকৌশলী তৌহিদুল হক জোয়াদ্দারকে বরণ করে নেন।
.
উল্লেখ্য ভেড়ামারা উপজেলা প্রকৌশলী দেলোয়ার হোসেন জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলায় বদলি হন। তৌহিদুল হক জোয়াদ্দার নড়াইল সদর উপজেলা থেকে বদলি হয়ে ভেড়ামারা উপজেলা প্রকৌশলী হিসেবে বুধবার যোগদান করেন।
.
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আনোয়ার হোসাইন, উপ সহকারী প্রকৌশলী আহসান উল্লাহ, উপ সহকারী প্রকৌশলী রোকুজ্জামান, উপ সহকারী প্রকৌশলী সোনালী মন্ডল, শাহানা আক্তার উপ সহকারী প্রকৌশলী শাহানা আক্তারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রিন্ট