রাশিদুল ইসলাম রাশেদঃ
নাটোরের লালপুরে নাটোর জেলা জজকোর্টের আইনজীবী সাধন কুমার দাস (৫৫) এর বাড়িতে মুখোশধারী ডাকাত দল হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছে। এ সময় পরিবারের ৩ সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তারা। বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ১টা থেকে ১:৩০ টা পর্যন্ত উপজেলার চকবাদেকুল পাড়ায় (মাধবপুর) মৃত ননী গোপাল দাসের ছেলে আইনজীবী সাধন কুমার দাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
.
পরিবার ও থানা সূত্রে জানা যায়, বুধবার দিবাগত গভীর রাতে ১০ থেকে ১২ জনের মুখোশধারী ডাকাত দল বাড়ির বাইরে থাকা সিসি ক্যামেরার তার কেটে দিয়ে পেছনের দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করে। তারা প্রথমে সাধন কুমারের ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তাকে হাত পা বেঁধে কুপিয়ে জখম করে। এ সময় তার ভাতিজা রিপন কুমার দাস (৩২) ও ভাতিজার স্ত্রী শ্রীমতি সুমি দাস (২১) তাকে বাঁচাতে আসলে ডাকাত দল তাদেরকেও কুপিয়ে জখম করে।
.
অস্ত্রের মুখে তাদেরকে জিম্মি করে নগদ ৩ লাখ টাকা সহ ১০ ভরি স্বর্ণালংকার লুট করে তারা। প্রতিবেশী আমিনুল ইসলাম (৫৫) জানান, রাত পৌনে ২ টার দিকে সাধন কুমার তাকে ফোনে ডাকাতির বিষয়টি জানালে তিনি স্থানীয়দের নিয়ে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মাথা ও শরীরে গভীর ক্ষত থাকায় পরে সাধন কুমার ও রিপন কুমারকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয় বলে সময়ের প্রত্যাশাকে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মোঃ সুরুজ্জামান শামীম।
.
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মমিনুজ্জামান সময়ের প্রত্যাশাকে বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের একাধিক টিম ঘটনা তদন্ত করছে এবং অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।
প্রিন্ট