ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

রমজানের ছুটিতে ব্যবসা প্রতিষ্ঠানে কাজে যুক্ত হয়েছেন শিক্ষার্থীরা

লেখা পড়ার খরচ যোগাতে রমজানের ছুটিতে ঈদের বেচা-কেনায় যুক্ত হয়েছে সকউর-কলেজ পড়–য়া অনন্ত দেড় শতাধিক শিক্ষার্থী। ‘রেইনবো গ্যালারী এন্ড বেবী ক্লাব’ এর পোষাকের দোকানে মাসিক চুক্তিতে কাজে যুক্ত হয়েছেন, ডিগ্রী ফাইনাল ইয়ারের ছাত্র রহুল ইসলাম মানিক,অনার্স দ্বিতীয় বর্ষের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ছাত্র হাসিবুল ইসলাম জনি, অনার্স প্রথম বর্ষের ছাত্র তাহসিফ চৌধুরি তুষার। রুপম ফাশান এন্ড গার্মেন্টস-এ কাজ নিয়েছেন ডিগ্রী প্রথম বর্ষের ছাত্র জাকির হোসেন, এখলাচ আলী,আই এ দ্বিতীয় বর্ষের ছাত্র আশিক রহমান। একেকজনের মাসিক বেতন ৫ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত।

খোঁজ নিয়ে জানা গেল, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তাদের মতো মাসিক চুক্তিতে কাজ করছেন দেড়শ’র বেশি শিক্ষার্থী। রমজান ও ঈদের ছুটিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধা থাকায় পরিবার ও নিজের খরচ যোগানোসহ অভিজ্ঞতা বাড়াতে কাজে যুক্ত হয়েছেন তারা। শিক্ষা প্রতিষ্ঠান খুললে চলে যাবেন।

ঈদের বিক্রিতে খদ্দের সামাল দিতে ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারির সংখ্যা বাড়িয়ে তাদের নিয়োগ দিয়েছেন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা। গার্মেন্টস-ফ্যাশন হাউজ ,টেইলার্স, কসমেটিক,জুতা-সেন্ডেল,মুদি ও হোটেল-রেস্টুরেন্টের দোকানে কর্মচারির সংখ্যা বাড়ানো হয়েছে বেশি। উপজেলার বিভিন্ন বাজারে ছোট বড় মিলে হাজার হাজার পণ্যর দোকানের মধ্যে অন্তত তিন শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারির সংখ্যা বাড়ানো হয়েছে। শিক্ষার্থীরা যোগ দিয়েছে গার্মেন্টস-ফ্যাশন হাউজগুলোতে বেশি।

ব্যবসায়ীরা জানান, ঈদের বেচা কেনার জন্য রমজান মাস থেকে কর্মচারির সংখ্যা দ্বিগুন বাড়ানো হয়েছে। বছর চুক্তিতে কর্মচারি ছিল ৩ থেকে ৫ জন।
শুক্রবার(১৪-০৪-২০২৩)উপজেলার বড় ব্যবসা প্রতিষ্ঠান নুর প্লাজার রুপায়ন বস্ত্রালয় এন্ড গার্মেন্টস, প্রজাপতি ফ্যশান, সাত্তার প্লাজার ডায়মন্ড কালেকশন, মাজেদা প্লাজার রুপম ফাশান এন্ড গার্মেন্টস,লেডিস কর্নার এন্ড ফ্যাশন গ্যালারী, ‘রেইনবো গ্যালারী এন্ড বেবী ক্লাব’ ঘুরে স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থীদের বেচা-কেনা করতে দেখা গেছে ।

শিক্ষার্থী রহুল ইসলাম মানিক জানান, নিজের লেখা পড়ার খরচ যোগাতে মাসিক চুক্তিতে কাজে যোগ দিয়েছেন। তাহসিফ চৌধুরি তুষার জানান, টান পড়নের সংসারে ছুটিতে বসে না থেকে কাজে যোগ দিয়েছেন। এক মাসের পাওয়া টাকা দিয়ে নিজের চাহিদা মিটিয়ে ঈদের কেনা কাটায় পরিবারকেও হাত খরচের টাকা দিতে পারবেন।

‘রেইনবো গ্যালারী এন্ড বেবী ক্লাব’ এর স্বত্তাধিকারি আসলাম হোসেন জানান,তার ব্যবসা প্রতিষ্ঠানে বছর চুক্তি ভিত্তিকি কর্মচারি রয়েছে ৩জন। ঈদের বেচা-কেনার জন্য ১মাসের জন্য ৩জন কর্মচারি বাড়িয়েছে। রুপায়ন বস্ত্রালয় এন্ড গার্মেন্টস’র স্বত্তাধিকারি কামরুল হাসান,তার ব্যবসা প্রতিষ্ঠানে বছর ভিত্তিকি কর্মচারি রয়েছে ৭জন। ঈদের বেচা কেনার জন্য মাসিক চুক্তিতে আরো ৫জন কর্মচারি বাড়িয়েছেন। এদের ৪জন শিক্ষার্থী রয়েছে।
প্রজাপতি ফ্যশান এর স্বত্তাধিকারি সুবদেব সরকার জানান, শিশু থেকে সব বয়সের ক্রেতাদের চাহিদা মেটাতে দেশী-বিদেশী শতাধিক ব্যান্ডের নানান দামের বাহারি নামের পোষাক তুলেছেন। ১৫ রমজানের পর থেকে বেচা কেনা কিছুটা বেড়েছে। এর মধ্যে শিশু ও স্কুল-কলেজ পড়–য়া ছেলে মেয়েদের পোষাক বেশি বিক্রি হচ্ছে।

ডায়মন্ড কালেকশনের স্বত্তাধিকারি সুজিত কুমার সরকার জানান, বেচা কেনা ভালো না হলে কর্মচারি-দোকান ভাড়াসহ আনুসাঙ্গিক খরচ বাদে লাভ করা মুশকিল হবে। গত বছর যে পোষাক ১২০০ টাকায় বিক্রি করেছেন এবার সেই পোষাক ১৫০০ টাকায় বিক্রি করতে হচ্ছে। দেশি বিদেশি সব ধরনের পোষাকের চাহিদ থাকলেও বেশি দামের পোষাক কেনার খদ্দের কম।

পোষাক ব্যবসায়ী সমিতির সভাপতি শাহিন আলম বলেন, মার্কেটে অনেক দোকান। ছোট বড় পুরুষ-মহিলাদের সুতি, তাঁতসহ নানা ধরনের বাহারি ডিজাইনের পোষাক আমদানি করা হয়েছে। বিক্রি বাড়তে শুরু করেছে।

কসমেটিক্স ব্যবসায়ী রায়হান ও ফ্যাশন সুজ এর আবুল হোসেন জানান, পোষাকের সাথে মানিয়ে জুতা-সেন্ডেল ও কসমেটিক্স কেনার জন্য ক্রেতাদের ভিড় থাকে। এবার তাদের বেচা কেনা বাড়েনি।

 


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

তানোরে জাল সনদে ১৫ বছর শিক্ষকতা

error: Content is protected !!

রমজানের ছুটিতে ব্যবসা প্রতিষ্ঠানে কাজে যুক্ত হয়েছেন শিক্ষার্থীরা

আপডেট টাইম : ০৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
আব্দুল হামিদ মিঞা, বাঘা, (রাজশাহী) প্রতিনিধি :

লেখা পড়ার খরচ যোগাতে রমজানের ছুটিতে ঈদের বেচা-কেনায় যুক্ত হয়েছে সকউর-কলেজ পড়–য়া অনন্ত দেড় শতাধিক শিক্ষার্থী। ‘রেইনবো গ্যালারী এন্ড বেবী ক্লাব’ এর পোষাকের দোকানে মাসিক চুক্তিতে কাজে যুক্ত হয়েছেন, ডিগ্রী ফাইনাল ইয়ারের ছাত্র রহুল ইসলাম মানিক,অনার্স দ্বিতীয় বর্ষের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ছাত্র হাসিবুল ইসলাম জনি, অনার্স প্রথম বর্ষের ছাত্র তাহসিফ চৌধুরি তুষার। রুপম ফাশান এন্ড গার্মেন্টস-এ কাজ নিয়েছেন ডিগ্রী প্রথম বর্ষের ছাত্র জাকির হোসেন, এখলাচ আলী,আই এ দ্বিতীয় বর্ষের ছাত্র আশিক রহমান। একেকজনের মাসিক বেতন ৫ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত।

খোঁজ নিয়ে জানা গেল, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তাদের মতো মাসিক চুক্তিতে কাজ করছেন দেড়শ’র বেশি শিক্ষার্থী। রমজান ও ঈদের ছুটিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধা থাকায় পরিবার ও নিজের খরচ যোগানোসহ অভিজ্ঞতা বাড়াতে কাজে যুক্ত হয়েছেন তারা। শিক্ষা প্রতিষ্ঠান খুললে চলে যাবেন।

ঈদের বিক্রিতে খদ্দের সামাল দিতে ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারির সংখ্যা বাড়িয়ে তাদের নিয়োগ দিয়েছেন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা। গার্মেন্টস-ফ্যাশন হাউজ ,টেইলার্স, কসমেটিক,জুতা-সেন্ডেল,মুদি ও হোটেল-রেস্টুরেন্টের দোকানে কর্মচারির সংখ্যা বাড়ানো হয়েছে বেশি। উপজেলার বিভিন্ন বাজারে ছোট বড় মিলে হাজার হাজার পণ্যর দোকানের মধ্যে অন্তত তিন শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারির সংখ্যা বাড়ানো হয়েছে। শিক্ষার্থীরা যোগ দিয়েছে গার্মেন্টস-ফ্যাশন হাউজগুলোতে বেশি।

ব্যবসায়ীরা জানান, ঈদের বেচা কেনার জন্য রমজান মাস থেকে কর্মচারির সংখ্যা দ্বিগুন বাড়ানো হয়েছে। বছর চুক্তিতে কর্মচারি ছিল ৩ থেকে ৫ জন।
শুক্রবার(১৪-০৪-২০২৩)উপজেলার বড় ব্যবসা প্রতিষ্ঠান নুর প্লাজার রুপায়ন বস্ত্রালয় এন্ড গার্মেন্টস, প্রজাপতি ফ্যশান, সাত্তার প্লাজার ডায়মন্ড কালেকশন, মাজেদা প্লাজার রুপম ফাশান এন্ড গার্মেন্টস,লেডিস কর্নার এন্ড ফ্যাশন গ্যালারী, ‘রেইনবো গ্যালারী এন্ড বেবী ক্লাব’ ঘুরে স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থীদের বেচা-কেনা করতে দেখা গেছে ।

শিক্ষার্থী রহুল ইসলাম মানিক জানান, নিজের লেখা পড়ার খরচ যোগাতে মাসিক চুক্তিতে কাজে যোগ দিয়েছেন। তাহসিফ চৌধুরি তুষার জানান, টান পড়নের সংসারে ছুটিতে বসে না থেকে কাজে যোগ দিয়েছেন। এক মাসের পাওয়া টাকা দিয়ে নিজের চাহিদা মিটিয়ে ঈদের কেনা কাটায় পরিবারকেও হাত খরচের টাকা দিতে পারবেন।

‘রেইনবো গ্যালারী এন্ড বেবী ক্লাব’ এর স্বত্তাধিকারি আসলাম হোসেন জানান,তার ব্যবসা প্রতিষ্ঠানে বছর চুক্তি ভিত্তিকি কর্মচারি রয়েছে ৩জন। ঈদের বেচা-কেনার জন্য ১মাসের জন্য ৩জন কর্মচারি বাড়িয়েছে। রুপায়ন বস্ত্রালয় এন্ড গার্মেন্টস’র স্বত্তাধিকারি কামরুল হাসান,তার ব্যবসা প্রতিষ্ঠানে বছর ভিত্তিকি কর্মচারি রয়েছে ৭জন। ঈদের বেচা কেনার জন্য মাসিক চুক্তিতে আরো ৫জন কর্মচারি বাড়িয়েছেন। এদের ৪জন শিক্ষার্থী রয়েছে।
প্রজাপতি ফ্যশান এর স্বত্তাধিকারি সুবদেব সরকার জানান, শিশু থেকে সব বয়সের ক্রেতাদের চাহিদা মেটাতে দেশী-বিদেশী শতাধিক ব্যান্ডের নানান দামের বাহারি নামের পোষাক তুলেছেন। ১৫ রমজানের পর থেকে বেচা কেনা কিছুটা বেড়েছে। এর মধ্যে শিশু ও স্কুল-কলেজ পড়–য়া ছেলে মেয়েদের পোষাক বেশি বিক্রি হচ্ছে।

ডায়মন্ড কালেকশনের স্বত্তাধিকারি সুজিত কুমার সরকার জানান, বেচা কেনা ভালো না হলে কর্মচারি-দোকান ভাড়াসহ আনুসাঙ্গিক খরচ বাদে লাভ করা মুশকিল হবে। গত বছর যে পোষাক ১২০০ টাকায় বিক্রি করেছেন এবার সেই পোষাক ১৫০০ টাকায় বিক্রি করতে হচ্ছে। দেশি বিদেশি সব ধরনের পোষাকের চাহিদ থাকলেও বেশি দামের পোষাক কেনার খদ্দের কম।

পোষাক ব্যবসায়ী সমিতির সভাপতি শাহিন আলম বলেন, মার্কেটে অনেক দোকান। ছোট বড় পুরুষ-মহিলাদের সুতি, তাঁতসহ নানা ধরনের বাহারি ডিজাইনের পোষাক আমদানি করা হয়েছে। বিক্রি বাড়তে শুরু করেছে।

কসমেটিক্স ব্যবসায়ী রায়হান ও ফ্যাশন সুজ এর আবুল হোসেন জানান, পোষাকের সাথে মানিয়ে জুতা-সেন্ডেল ও কসমেটিক্স কেনার জন্য ক্রেতাদের ভিড় থাকে। এবার তাদের বেচা কেনা বাড়েনি।

 


প্রিন্ট