ঢাকা , শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

লালপুরে গরু চোর চক্রের সদস্য ট্রাক ড্রাইভার আটক

রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় গরুসহ চোর চক্রের এক সদস্য, লাইসেন্সবিহীন একটি মিনি ট্রাকের চালককে আটক করেছে লালপুর থানা পুলিশ।

 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ৩টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের ধরবিলা গ্রামে এ চুরির ঘটনা ঘটে। লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, ধরবিলা গ্রামের আবদুল জাব্বারের ছেলে সুলতানের গোয়ালঘর থেকে ৫টি গরু চুরি করে চোর চক্রের সদস্যরা। এমন সময় গরুর মালিক ও আশেপাশের লোকজন চুরির ঘটনা টের পেয়ে চিল্লাচিল্লি শুরু করলে চোরেরা বাকি ৪টি গরু ফেলে রেখে ট্রাকে উঠানো ১টি গাভী গরু চুরি করে পালানোর চেষ্টা করে।

 

এ সময় এলাকাবাসী লালপুর থানা পুলিশকে খবর দিলে লালপুর থানার অফিসার ইনচার্জ নুরুজ্জামান ও আবদুলপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ বেনজির আহাম্মেদ দ্রুত উপজেলার সংযোগ সড়কগুলোতে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালায়। এমতাবস্থায়, লালপুর-বাঘা সড়কের মাধবপুর মোড়ে বেপরোয়া গতিতে আসা ভাইবোন এন্টারপ্রাইজ নামে একটি মিনি ট্রাককে পুলিশ চ্যালেঞ্জ করে থামিয়ে তল্লাশি চালিয়ে চুরি যাওয়া গরুটি উদ্ধার করে।

 

এছাড়া, ফুলবাড়ি গ্রামের একাধিক মামলার আসামি, ট্রাক ড্রাইভার আজমল (৩০), আশরাফ আলীর ছেলে, আটক করা হয়। তবে, চোর চক্রের বাকি ৫ সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় লালপুর থানায় একটি চুরি মামলা রুজু করা হয়েছে।

 

এ ব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ মোহা: নুরুজ্জামান জানান, গরুসহ চোর চক্রের সদস্য মিনি ট্রাক ড্রাইভার আজমলকে আটক করে একটি চুরি মামলা রুজু করা হয়েছে। চোর চক্রের বাকি সদস্যদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

error: Content is protected !!

লালপুরে গরু চোর চক্রের সদস্য ট্রাক ড্রাইভার আটক

আপডেট টাইম : ১১ ঘন্টা আগে
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :

রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় গরুসহ চোর চক্রের এক সদস্য, লাইসেন্সবিহীন একটি মিনি ট্রাকের চালককে আটক করেছে লালপুর থানা পুলিশ।

 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ৩টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের ধরবিলা গ্রামে এ চুরির ঘটনা ঘটে। লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, ধরবিলা গ্রামের আবদুল জাব্বারের ছেলে সুলতানের গোয়ালঘর থেকে ৫টি গরু চুরি করে চোর চক্রের সদস্যরা। এমন সময় গরুর মালিক ও আশেপাশের লোকজন চুরির ঘটনা টের পেয়ে চিল্লাচিল্লি শুরু করলে চোরেরা বাকি ৪টি গরু ফেলে রেখে ট্রাকে উঠানো ১টি গাভী গরু চুরি করে পালানোর চেষ্টা করে।

 

এ সময় এলাকাবাসী লালপুর থানা পুলিশকে খবর দিলে লালপুর থানার অফিসার ইনচার্জ নুরুজ্জামান ও আবদুলপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ বেনজির আহাম্মেদ দ্রুত উপজেলার সংযোগ সড়কগুলোতে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালায়। এমতাবস্থায়, লালপুর-বাঘা সড়কের মাধবপুর মোড়ে বেপরোয়া গতিতে আসা ভাইবোন এন্টারপ্রাইজ নামে একটি মিনি ট্রাককে পুলিশ চ্যালেঞ্জ করে থামিয়ে তল্লাশি চালিয়ে চুরি যাওয়া গরুটি উদ্ধার করে।

 

এছাড়া, ফুলবাড়ি গ্রামের একাধিক মামলার আসামি, ট্রাক ড্রাইভার আজমল (৩০), আশরাফ আলীর ছেলে, আটক করা হয়। তবে, চোর চক্রের বাকি ৫ সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় লালপুর থানায় একটি চুরি মামলা রুজু করা হয়েছে।

 

এ ব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ মোহা: নুরুজ্জামান জানান, গরুসহ চোর চক্রের সদস্য মিনি ট্রাক ড্রাইভার আজমলকে আটক করে একটি চুরি মামলা রুজু করা হয়েছে। চোর চক্রের বাকি সদস্যদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।


প্রিন্ট