ফরিদপুরের বোয়ালমারীতে এক গৃহবধূকে যৌতুকের টাকা দাবী করে স্বামী ও স্বামীর পরিবারের লোকজন নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে।
এনিয়ে ওই গৃহবধূ যৌতুক ও নির্যাতনের অভিযোগ এনে স্বামীসহ স্বামীর পরিবারের ৬ জনের নাম উল্লেখ করে ফরিদপুর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৭নং আমলী আদলতে মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন- ওই গৃহবধূর স্বামী উপজেলার সাতৈর ইউনিয়নের কামারহাটি গ্রামের মো. জাহিদুল ইসলাম, শ্বশুর মো আবু শেখ, শ্বাশুড়ী জমেলা বেগম, ভাসুর শাহিদুল ইসলাম, ননদ মুন্নি, ও মেঝ জা রেশমা বেগম।
বিজ্ঞ আদালতের মামলা সূত্র জানা যায়, গত বছর (৩ নভেম্বর) ইসলামী শরীয়াহ মতে ৬ লাখ টাকা কাবিন ধার্য করে জাহিদুল ইসলাম ও হোসনেআরার বিবাহ হয়।
এ বিবাহের ওই গৃহবধূর বাবা এগারো ভরি স্বর্ণ ও বিভিন্ন আসবাবপত্র মোট ৮ লাখ টাকার মালামাল মেয়ে ও মেয়ে জামাইকে বুঝে দেন। এমনকি মেয়ের জামাইয়ের ব্যবসা বাবদ নগদ ৩ লাখ ৬০ হাজার টাকা দেয়া হয়। তবে কিছু দিন পরে ওই যৌতুক লোভী পরিবারের লোকজন ওই গৃহবধুর বাবার বাড়ি কেরশাইল গ্রামে চলতি বছরের (২ এপ্রিল) শালিশ বসিয়ে আরও ৫ লাখ টাকা দাবী করেন। ওই গৃহবধু টাকা নিতে রাজি না হওয়ায় তাকে নিয়ে ঘর সংসার করবে না বলে জানান। ওই গৃহবধু এখন অসহায় জীবন যাপন করছেন।
এ বিষয়ে ওই গৃহবধুর স্বামীকে কল করলে তিনি যৌতুক ও মারধর করার কথা অস্বীকার করেন। তবে তার স্ত্রী কোথায় আছে সে সঠিকভাবে বলতে পারেননা।
প্রিন্ট