রাজশাহী আয়কর অফিসে অভিযান চালিয়ে ১০ লাখ টাকাসহ এক উপ-কর কমিশনারকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে অভিযান চালায় দুদক। আটককৃত কর কর্মকর্তার নাম মহিবুল ইসলাম ভূঁইয়া।
উদ্ধার হওয়া ১০ লাখ টাকা তিনি ঘুষ হিসেবে একজন চিকিৎসকের কাছ থেকে গ্রহণ করেছেন বলে জানিয়েছে দুদক।
রাজশাহী জেলা দুদকের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছে।
তিনি বলেন, একজন চিকিৎসকের কাছে ৬০ লাখ টাকা ঘুষ দাবি করেন মহিবুল ইসলাম ভূঁইয়া। তার প্রথম কিস্তির ১০ লাখ টাকা আজ দেন। এই তথ্য জেনে যান দুদক কর্মকর্তারা। গোপন তথ্যের ভিত্তিতে তারা কর অফিসে গিয়ে অবস্থান নেয়। টাকা গ্রহণের সময় দুদক কর্মকর্তারা তাকে হাতে নাতে গ্রেপ্তার করে।
দুদক কর্মকর্তা জানান, আটক কর কমিশনারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।