ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

পাবনায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্য আটক: ৪টি মোটরসাইকেল উদ্ধার

পাবনায় অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্য কে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে চারটি মোটরসাইকেল।
মঙ্গলবার (০২ মার্চ) রাত থেকে বুধবার (০৩ মার্চ) দুপুর পর্যন্ত পাবনা পৌর এলাকাসহ আতাইকুলা থানার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ।
আটককৃতরা হলেন, পাবনা পৌর এলাকার আটুয়া হাউজপাড়া মহল্লার আকরাম হোসেনের ছেলে আমির হোসেন প্রান্ত (২৫), পাবনা টাটিপাড়া এলাকার মৃত সেকেন্দার আলী বিশ্বাসের ছেলে হৃদয় বিশ্বাস অপু (২৪), একই এলাকার লিয়াকত আলী মোল্লার ছেলে বাদশা আলম (২২), মোস্তফা খানের ছেলে অনিক খান (১৯) ও পাবনার আতাইকুলা থানার  আব্দুর রাজ্জাক প্রামানিকের ছেলে নয়ন হোসেন পাপ্পু (২০)।
ঘটনার বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহম্মেদ বলেন, সম্প্রতি সময়ে পাবনাতে বেশ কিছু মোটরসাইকেল চুরি সংঘটিত হয়। জেলার বিভিন্ন থানাতে এই সকল চুরির ঘটনায় অভিযোগ করেছেন ভুক্তভোগিরা। এরই আলোকে এই চোরচক্রের সদস্যদের গ্রেফতারের জন্য পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান স্যারের পরিকল্পনা ও নির্দেশক্রমে একটি বিশেষ টিম গঠন করা হয়। এই টিম বিগত বেশ কিছুদিন বিভিন্ন সূত্র ও মোবাইল ফোন ট্রেকিং এর মাধ্যমে তাদের সনাক্ত করে চোরাই মোটরসাইকেলসহ তাদের আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা বয়সে কিশোর বা তরুণ হলেও সকলেই আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। এই চোরের দল এই জেলার মোটরসাইকেল চুরি করে অন্য জেলাতে বিক্রি করে। আর অন্যজেলার চোরাইকৃত মোটরসাইকেল এই জেলাতে বিক্রি করে। এদের পেছনে অনেক বড় একটি চক্র কাজ করছে। যাদের ধরার জন্য আমাদের অভিযান অব্যহত রয়েছে। জিজ্ঞাসাবাদে আটককৃতরা মোটরসাইকেল চুরির ঘটনার  সত্যতা স্বীকার করেছে।
তিনি আরো বলেন, আগামীকাল বৃহস্পতিবার আটককৃত চোরদের বিজ্ঞ আদালতের নেয়া হবে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতের কাছে রিমান্ড আবেদন করা হবে। রিমান্ড মঞ্জুর হলে তাদের নিয়ে আমরা আবারোা অভিযান পরিচালনা করবো।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দুদকের মামলার আসামি হতে যাচ্ছে গোপালগঞ্জ সদর হাসপাতালের অসাধু চক্র

error: Content is protected !!

পাবনায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্য আটক: ৪টি মোটরসাইকেল উদ্ধার

আপডেট টাইম : ১২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা প্রতিনিধিঃ :
পাবনায় অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্য কে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে চারটি মোটরসাইকেল।
মঙ্গলবার (০২ মার্চ) রাত থেকে বুধবার (০৩ মার্চ) দুপুর পর্যন্ত পাবনা পৌর এলাকাসহ আতাইকুলা থানার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ।
আটককৃতরা হলেন, পাবনা পৌর এলাকার আটুয়া হাউজপাড়া মহল্লার আকরাম হোসেনের ছেলে আমির হোসেন প্রান্ত (২৫), পাবনা টাটিপাড়া এলাকার মৃত সেকেন্দার আলী বিশ্বাসের ছেলে হৃদয় বিশ্বাস অপু (২৪), একই এলাকার লিয়াকত আলী মোল্লার ছেলে বাদশা আলম (২২), মোস্তফা খানের ছেলে অনিক খান (১৯) ও পাবনার আতাইকুলা থানার  আব্দুর রাজ্জাক প্রামানিকের ছেলে নয়ন হোসেন পাপ্পু (২০)।
ঘটনার বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহম্মেদ বলেন, সম্প্রতি সময়ে পাবনাতে বেশ কিছু মোটরসাইকেল চুরি সংঘটিত হয়। জেলার বিভিন্ন থানাতে এই সকল চুরির ঘটনায় অভিযোগ করেছেন ভুক্তভোগিরা। এরই আলোকে এই চোরচক্রের সদস্যদের গ্রেফতারের জন্য পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান স্যারের পরিকল্পনা ও নির্দেশক্রমে একটি বিশেষ টিম গঠন করা হয়। এই টিম বিগত বেশ কিছুদিন বিভিন্ন সূত্র ও মোবাইল ফোন ট্রেকিং এর মাধ্যমে তাদের সনাক্ত করে চোরাই মোটরসাইকেলসহ তাদের আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা বয়সে কিশোর বা তরুণ হলেও সকলেই আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। এই চোরের দল এই জেলার মোটরসাইকেল চুরি করে অন্য জেলাতে বিক্রি করে। আর অন্যজেলার চোরাইকৃত মোটরসাইকেল এই জেলাতে বিক্রি করে। এদের পেছনে অনেক বড় একটি চক্র কাজ করছে। যাদের ধরার জন্য আমাদের অভিযান অব্যহত রয়েছে। জিজ্ঞাসাবাদে আটককৃতরা মোটরসাইকেল চুরির ঘটনার  সত্যতা স্বীকার করেছে।
তিনি আরো বলেন, আগামীকাল বৃহস্পতিবার আটককৃত চোরদের বিজ্ঞ আদালতের নেয়া হবে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতের কাছে রিমান্ড আবেদন করা হবে। রিমান্ড মঞ্জুর হলে তাদের নিয়ে আমরা আবারোা অভিযান পরিচালনা করবো।

প্রিন্ট